E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভারতে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত

২০২৫ মার্চ ০৮ ১৯:১২:৫৩
ভারতে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নিহত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ের চিহ্নিত চোরাকারবারি আল আমিন (৩৬) বিএসএফের গুলিতে আজ শনিবার রাতে নিহত হয়েছে। নিহত আলা আমিন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। 

বরাবরের ন্যায় নিহত আলা আমিন, জিল্লুরসহ প্রায় ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারিরা শনিবার রাত আনুমানিক ৩টার দিকে গরু চুরি করার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে। সংঘবদ্ধ এই দলটি ভারতের ভাটপাড়া গ্রামে চুরি করতে গেলে বিএসএফ তাদের বাধা দেয়। এক পর্যায়ে বিএসএফের সাথে তাদের কথা কাটাকাটি থেকে ধস্তাধস্তি। একপর্যায় চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা দা দিয়ে বিএসএফদের আঘাত করে; বিএসএফও আত্মরক্ষায় গুলি ছুঁড়ে। গুলি লাগে আলা আমিনের বুকে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ বিষয়ে বিজিবি নীলফামারি ৫৬ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুদ্দোজা জানান, 'শনিবার রাত তিনটার দিকে বাংলাদেশের ভিতরগড় বিওপি সীমান্ত পিলার ৭৪৪/৭এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহলদারদের গুলিতে আলা আমিন (৩৬) নামের একজন মারা গেছে। নিহতের লাশ বিএসএফরা ভারতের জলপাইগুড়ি হাসপাতাল মর্গে নিয়ে রেখেছে। আজ সকাল ১০টার দিকে ভারতের ৪৬বিএসএফের সাথে বিজিবি'৫৬ ব্যাটলিয়নের মধ্যে ভাটপাড়া ক্যাম্পে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে এই হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।'

এসময় তিনি সাংবাদিকদের বলেন, 'আলা আমিন অপরাধী হলে তাকে পুলিশে হস্তান্তর করতে পারতো, গুলি করে হত্যা মানবাধিকার লঙ্ঘন, এই ধরণের হত্যাকান্ড আদৌ গ্রহণ যোগ্য নয়। লাশ ফেরৎ পেতে আইনী প্রক্রিয়া চলছে।'

(আরএআর/এসপি/মার্চ ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test