E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপ্তাইয়ে কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা  ও ইফতার মাহফিল সম্পন্ন

২০২৫ মার্চ ০৭ ০০:০৮:৪৪
কাপ্তাইয়ে কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা  ও ইফতার মাহফিল সম্পন্ন

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের বার্ষিক সাধারণ সভা, ও ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির অফিস কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা, সমিতি সভাপতি মোঃ মুছা সওদাগর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, রাঙ্গামাটি জেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য,প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, কাঠ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি লোকমান আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সিকদার, সমিটি সদস্য মোঃ আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ নুর কবির ও সমিতির সদস্য তরিক উল্লাহসহ প্রমুখ। উক্ত সাধারণ সভায় ২০২২-২৩ ও ২০২৩-২৪ সনের বার্ষিক সাধারণ সভা,২০২৪-২৫সনের বাজেট পর্যালোচনা, সভাপতি নির্বাচন, বার্ষিক হিসাব,কার্যক্রমের উপর পর্যালোচনা, হিসাব ও নতুন সদস্য ভর্তি বিষয়ে আলোচনা করা হয়।

এর আগে দোয়া মাহফিলে মুনাজাত করেন মাওলানা মুহাম্মদ ছিদ্দিক আহম্মদ। সভায়
অনুষ্ঠানে আরও সমিতির সদস্য ও সুশীল সমাজের গণ্যমান্যব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

(আরএম/এএস/মার্চ ০৭, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test