E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ীতে অবৈধ বালুর ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

২০২৫ মার্চ ০৬ ১৮:৫৫:৪৮
রাজবাড়ীতে অবৈধ বালুর ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাত নম্বর ফেরি ঘাট এলাকায় বালু পরিবহনের জন্য ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার তকালের দিকে সাত নম্বর ফেরি ঘাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া আসলাম সরদার বলেন, প্রতিবছর এখান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। আগে মুসা মন্ডল বালু বিক্রি করতেন, এখনো তিনি বিক্রি করছেন। এতে আমাদের ঘরবাড়ি ও ফসলি জমি ভাঙনের মুখে পড়েছে।

স্থানীয় শহীদ পাল বলেন, সরকার আমাদের জমি অধিগ্রহণ করেছে, কিন্তু এখনো টাকা দেয়নি। তাছাড়া বালুর ট্রাক চলাচলে ধুলাবালিতে আমরা দুর্বিষহ জীবন কাটাচ্ছি।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি চক্র পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করে আসছে। দ্রুত বালু পরিবহন বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

বালু ব্যবসায়ী মুসা মন্ডল বলেন, সরকারি ভাবে বিআইডব্লিউটিএ বালুর ডাক দিয়েছে। আমরা মোল্লা ট্রেডার্সের নামে বালু কিনেছি। স্থানীয়রা তাদের জায়গার ওপর দিয়ে গাড়ি যাওয়ার জন্য বিশ টাকা চায়, এখন তারা পঞ্চাশ টাকা দাবি করছে। এ নিয়েই মূলত ঝামেলা।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান বলেন, বালু পরিবহনের জন্য নির্দিষ্ট নিয়ম মানতে হবে। নিয়ম অমান্য করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে নদীর মধ্যে কারও জমি রয়েছে কিনা, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(একে/এসপি/মার্চ ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test