E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপাসিয়ার নতুন ওসি আবদুল বারিক

২০২৫ মার্চ ০৬ ১৮:৪৪:৩৫
কাপাসিয়ার নতুন ওসি আবদুল বারিক

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মহম্মদ আবদুল বারিক পিপিএম গতকাল বুধবার রাতে যোগদান করেছেন। তিনি ১৯৯৬ সালে সাব-ইন্সপেক্টর পদে সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন।

মহম্মদ আবদুল বারিক কাপাসিয়া থানার সাবেক অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন এর স্থলাভিষিক্ত
হয়েছেন। তিনি বুধবার রাতে কাপাসিয়া থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি মাদারীপুরের ডাসা থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আবদুল বারিক জামালপুর জেলার কৃতি সন্তান। তিনি টাংগাইল করোটিয়া ছাদত বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগে স্নাতকডিগ্রি লাভ করেন। নবাগত ওসি মহম্মদ আবদুল বারিক কাপাসিয়া থানার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।

(এসকেডি/এসপি/মার্চ ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test