E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

যুুবদল নেতার বিরুদ্ধে টিসিবি পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগ

২০২৫ মার্চ ০৫ ১৯:১৭:৫০
যুুবদল নেতার বিরুদ্ধে টিসিবি পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় জুলিয়াস আহমেদ নামের এক যুবদল নেতার বিরুদ্ধে টিসিবির ১০০ প্যাকেট পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার উপজেলার কাঁচেরকোল ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রির সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের সামনে টিসিবির পণ্য বিতরণ শুরু করে দায়িত্বপ্রাপ্ত ডিলার। সে সময় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুলিয়াস আহমেদ তার লোকজন নিয়ে গিয়ে ১০০টি কার্ডের টিসিবির পণ্য নিয়ে যায়। তখন ডিলারের লোকজন বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা ভয়ভীতি দেখায়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শরীফ উদ্দীন বলেন, ‘সকালে টিসিবির ডিলার পণ্য বিক্রির জন্য যান। তখন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুলিয়াসের নেতৃত্বে কয়েকজন লোক কার্ড ছাড়াই ১০০টি প্যাকেট জোরপূর্বক নিয়ে যান।’

অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা জুলিয়াস বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে ফাঁসানোর জন্য এরকম অভিযোগ তুলছে।’

এ ব্যাপারে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সিগ্ধা দাস বলেন, ‘এ ঘটনায় পুলিশ প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

(একে/এসপি/মার্চ ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test