E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

দু’দল গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা

স্ত্রীকে আনতে গিয়ে পিটুনির শিকার স্বামী, খেলনা পিস্তলসহ উদ্ধার করলো পুলিশ

২০২৫ মার্চ ০৫ ১৮:৫০:০৫
স্ত্রীকে আনতে গিয়ে পিটুনির শিকার স্বামী, খেলনা পিস্তলসহ উদ্ধার করলো পুলিশ

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্ত্রীর  সাথে দেখা করতে গিয়ে পিটুনীর শিকার হয়েছে স্বামী সাব্বির (১৮)। সে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তাকে একটি খেলনা পিস্তলসহ পুলিশ উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় রাত থেকেই দু’দল গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মিথিলা (১৬) সাথে একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাব্বির (১৮) ২০২১ সালে প্রেম ভালোবাসা করে পালিয়ে চলে যায়। পরে আবার তারা বাড়ী ফিরে আসে এবং যার যার মা-বাবার কাছে চলে যায়। পরবর্তীতে ২০২৪ সালে পুনরায় তারা পালিয়ে নোটারী পাবলিক করে বিবাহ করে। এরপর মেয়ের বাবা ও স্থানীয় লোকজনের সহায়তায় মেয়েকে উদ্ধার করে মেয়ের বাবার জিম্মায় গ্রহণ করেন। এ ঘটনায় মেয়ের বাবা বালিয়াকান্দি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮ টার সময় ছেলে-মেয়ে যোগাযোগ করে। ছেলেটি মেয়ের বাড়িতে আসে। তখন মেয়ের বাবা মোঃ আলমগীর হোসেন ও তার ভাই তুহিন, হুমায়ুন ও ছেলে রাশেদুল মিলে সাব্বিরকে আটক করে। তাকে বেধড়ক মারধর এবং একটি খেলনা পিস্তল সহ গাছের সাথে বেঁধে রাখেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে দু’দল গ্রামবাসী সংঘর্ষের প্রস্তুতি নেয়। দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জ্জিত হতে থাকে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করেন। বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনায় দু’দল গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, একটি খেলনা পিস্তলসহ সাব্বিরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বুধবার দুপুর ২টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(একে/এসপি/মার্চ ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test