E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পরিবেশ উপদেষ্টার পদত্যাগ দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ

২০২৫ মার্চ ০৪ ১৯:১০:০৯
পরিবেশ উপদেষ্টার পদত্যাগ দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : উচ্চ আদালতের আদেশে পঞ্চগড় জেলা প্রশাসন কর্তৃক ইট ভাটা বন্ধ করে দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে সংশ্লিষ্ট ইটভাটার মালিক শ্রমিকরা। এসময় তারা জোরালো ভাষায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবীও তুলেন। 

আজ মঙ্গলবার দুপুরে জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার ৫৪টি ভাটার মালিক এবং শ্রমিকরা যৌথভাবে এই কর্মসূচি পালন করেন।

এদিন দুপুরেরর দিকে ইট ভাটা শ্রমিকরা পঞ্চগড় সুগার মিল মাঠে একত্রিত হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে পূরাতন পঞ্চগড়, শের-ই বাংলা পার্ক, কেন্দ্রীয় শহীদ মিনার, হাসপাতাল, জজ কোর্ট হয়ে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়।এই সমাবেশে ভাটা মালিকরাও অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ভাটা মালিক সমিতির সভাপতি সফিউল্লাহ সুফি, সাধারণ সম্পাদক শাহিন, ইটভাটা শ্রমিক নেতা অনন্ত, হাবিব, রবিউলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা পরিবেশ উপদেষ্টার পদত্যাগ দাবী করে বলেন, ইট ভাটার কারণে পরিবেশের কোন ক্ষতি হচ্ছেনা। বরং হাজার হাজার শ্রমিক এই ভাটাগুলোতে কাজ করে জীবিকা নির্বাহ করছে। সরকার আমাদের থেকে ট্যাক্স ভ্যাট নিচ্ছে অথচ বার বার হয়রানী করছে।

তারা বলেন, ২০১৩ সালে ফ্যাসিস্ট সরকার ইট ভাটা প্রস্তত আইন এমন ভাবে করেছেন- সেই আইন মেনে ভাটায় ইট তৈরি সম্ভব নয়। সরকার একদিকে ভাটার অনুমোদন দিচ্ছেন অন্যদিকে প্রশাসনের মাধ্যমে মালিকদের হয়রানি করছেন।

অবিলম্বে হাইকোর্টের আদেশে ভাটা বন্ধ করে দেওয়ার কার্যক্রম থেকে সরে আসতে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়ে বক্তরা বলেন, অন্যথায় শ্রমিক-মালিক যৌথভাবে দূর্বার আন্দোলনের ঘোষণা দেন।

(আরএআর/এসপি/মার্চ ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test