E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক

২০২৫ মার্চ ০৪ ১৮:২২:৪৮
শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক

কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : শরীয়তপুর সদর উপজেলার পাটনীগাঁও গ্রামের সাড়ে ৯ একর ফসলি জমিতে জোরপূর্বক মাছের ঘের কেটে ও কীটনাশন ছিটিয়ে ফসল নষ্ট করার প্রতিবাদে এবং কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে ঘন্টাব্যাপি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

এদিকে জোরপূর্বক অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রোকন সরদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

মানববন্ধনকারী মোবারক বেপারী, নিপা আক্তার, বাবর আলী মাদবর, রিপা বেগম, মো. খোকন মোল্যা ও সামাদ শেখ বলেন, আমরা জমি দিতে রাজি না হওয়ায় এবং অভিযোগ করায় রোকন সরদার ও আজিজুল শিকদার অস্ত্রসহ লোকজন নিয়ে এসে আমাদের বাড়িঘরে হানা দিয়ে আমাদের ভয় দেখায়। আমরা সন্ত্রাসীদের ভয়ে ঘর থেকে কেউ বের হতে পারছি না। আমাদের কৃষিজমি জোর করে কেটে ফেলেছে।

তারা আরও বলেন, রোকন সরদার গং মগের মুল্লুকের মত আমাদের জমিজমা দখল করে নিচ্ছে। তাদের তাণ্ডবে আমরা পাটানিগাও গ্রমের কৃষকরা অসহায় হয়ে পরেছি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, জোরপূর্বক ফসলি জমি কাটার অভিযোগে রোকন সরদার নামে একজনকে সোমবার আটক করে আদালতে প্রেরণ করেছে পালং থানা পুলিশ।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, যারা ফসলি জমি কাটার সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি ইউএনওদের নির্দেশনা দেয়া হয়েছে। যারা কৃষি আবাদী জমি কাটবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করতে।

(কেএনআই/এসপি/মার্চ ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০১ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

Website Security Test