E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাভারে রমজানে কর্মঘণ্টা কমানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

২০২৫ মার্চ ০৩ ১৫:০৩:৫৯
সাভারে রমজানে কর্মঘণ্টা কমানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে রমজান মাসের কর্মঘণ্টা কমানো, ওভার টাইম প্রদান ও ১৩ স্টাফকে চাকরিচুত্য করার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলেন ডায়নামিক সোয়েটার এর শ্রমিকরা।

সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সাভারের উলাইল এলাকায় জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।

খবর পেয়ে সাভার থানা পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল উপস্থিত হয়। একপর্যায়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন, পরে শ্রমিকরা মহাসড়কের মূল লেন ছেড়ে ঢাকামুখী সার্ভিস লেনে অবস্থান নেয়।

বেলা সাড়ে ১২ সাড়ে টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা গামী সার্ভিস লেনে অবস্থান নিয়ে আছেন তারা

পোশাক শ্রমিকরা জানান, বেতন ৯% হারে বাড়াতে হবে, হাজিরা বোনাস বৃদ্ধি করে ১ হাজার টাকা করার, রমজান মাসে ইফতারির বিল বাড়াতে হবে, বন্ধের দিন কাজ করালে ওভারটাইমের হারে বিল দিতে হবে। এছাড়াও ঈদ বোনাস বেতনের সম হারে প্রদান, বাৎসরিক ছুটির টাকা সম হারে দিতে হবে এবং ওভারটাইমের বকেয়া পাওয়া ও রমজান মাসে কর্মঘন্টা কমানো এবং কয়েক জন স্টাফের চাকরীচ্যুত করার দাবি জানায় শ্রমিকরা।

রাসেল নামে এক শ্রমিক জানায়, ‘ম্যানেজমেন্ট আমাদের সাথে খারাপ ব্যবহার করে।দুই মাস আগে আমরা ১৩ দফা দাবিতে আন্দোলন করি। সেসময় কারখানার কর্তৃপক্ষ সব দাবি মেনে নিয়েছে বলে জানায়। কিন্তু তারা মূলত ২ টা দাবি মেনে নিয়েছে আর কোনো কিছু মানে নাই। ম্যানেজমেন্টের যে পিডি ওনি হচ্ছে বাটপার। আজ আমরা যে রাস্তায় তার জন্য’ বলে দুঃখ প্রকাশ করে।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহিনুর কবির বলেন,ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছে বলে জানান তিনি।

যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ,থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

(টিবি/এএস/মার্চ ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test