E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী দগ্ধ

২০২৫ মার্চ ০২ ১৩:৫১:২৩
ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী দগ্ধ

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিনগত রাত পৌনে ১২টার দিকে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় কুববাত হোসেন নামে এক ব্যক্তির ভাড়া বাসার নিচতলার একটি কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। তারা ধামরাইয়ের কুমড়াইলে ভাড়া বাসায় থাকতেন। আসিফ পেশায় একজন রিকশাচালক ও তার স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানান, রাত পৌনে ১২টার দিকে হঠাৎ বিকট আওয়াজে দুই তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কক্ষটিতে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর কক্ষটি থেকে দগ্ধ ওই দম্পতি বেরিয়ে আসেন। সে সময় তাদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসানো দেখা যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে জানা যায়, বাড়িটিতে তিতাসের গ্যাস লাইন থাকলেও সংকটের কারণে ওই দম্পতি সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। সিলিন্ডারটি অক্ষত পাওয়া গেলেও গ্যাস পরিবাহী পাইপটি পোড়া দেখা গেছে। বিস্ফোরণে দেওয়ালসহ আশপাশের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

একই বাড়ির অপর ভাড়াটিয়া রজ্জব আলী বলেন, বিকট আওয়াজ শুনে এসে দেখি আগুন লেগেছে। তারপর আগুন নেভানোর কাজে যোগ দিই। একটা সময় পর একজন নারী ও একজন পুরুষ কক্ষ থেকে বেরিয়ে আসেন। দেখি তাদের শরীর ঝলসে গেছে। পরে তাদের রিকশায় করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নেওয়া হয়। এরপরই গুরুতর অবস্থার কারণে তাদের ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে প্রেরণ করে।

সজিব হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, শব্দ শোনার সঙ্গে সঙ্গে আসি। এসে ধোঁয়া দেখি। এরপর দরজা খুলে একজন নারী প্রথমে বেরিয়ে আসেন পোড়া অবস্থায়। বেরিয়েই তিনি পড়ে যাচ্ছিলেন। এ সময় পাশের কক্ষ থেকে একজন বেরিয়ে তাকে ধরেন। এরপর তার স্বামীও বের হন। দেখি তাদের মাথার চুল পুড়ে গেছে, চামড়া ঝলসে গেছে। পরবর্তীতে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

ধামরাই ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম বলেন, বিস্ফোরণে স্বামী-স্ত্রী দুইজন আহত হয়েছেন। তাদের ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম বলেন, ঘটনাস্থলে এসে দেখি ঘরবাড়ি ভাঙা। তবে দগ্ধদের পাইনি। যতটুকু জানতে পেরেছি দগ্ধ দুজনার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। তিনি আরও বলেন, গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

(ডিসিপি/এএস/মার্চ ০২, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test