E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

২০২৫ মার্চ ০২ ১৩:২৫:৪১
পঞ্চগড়ে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : 'তোমার আমার বাংলাদেশে,ভোট দিব মিলেমিশে' এই প্রতিপাদ্যে বিষয় সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও ৭ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে ২ মার্চ রবিবার সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা প্রশাসক মো.সাবেত আলী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, 'সৎ যোগ্য নেতৃত্ব নির্বাচনে গণসচেতনতা বাড়াতে হবে।দেশের সার্বিক উন্নয়নের সৎ, যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আমরা সবাই মিলেমিশে যোগ্য নেতা নির্বাচন করতে পারলেই দেশটা আমাদের সবার হবে, সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটবে।

'তিনি আরো বলেন, এনআইডি করার সময় নাম ঠিকানা যাতে সঠিক থাকে তা অত্যন্ত যত্নসহকারে খতিয়ে দেখে তা লিপিবদ্ধ করা জরুরী। না হলে ভুক্তভোগীরা নানাবিধ রাষ্ট্রীয় সেবায় হয়রানির শিকার হবেন। এধরণের হয়রানি সম্মুখীন যাতে না হতে হয়, তা খেয়াল রেখে সংশ্লিষ্টরা কাজ করবেন এটাই দায়িত্ব।

পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো.এনামুল হক।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা পুলিশ সুপারের প্রতিনিধি এএসপি (সদর সার্কেল) রুনা লায়লা, জেলা মৎস কর্মকর্তা, জেলা জামায়েত ইসলাম আমির প্রফেসর মাওলানা ইকবাল হোসাইন, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,গলেহাহাট ফাযিল মাদ্রাসার বাংলা বিষয়ক সহকারি অধ্যাপক মো.আব্দুর রহিম।

জেলা জামায়াত ইসলাম আমির তাঁর বক্তব্যে বলেন, 'দিবসের প্রতিপাদ্য অন্তত সময়োপযোগী, তবে মিলেমিশে ভোট দেবার পরিবেশে সৃষ্টি করতে হবে,পেশাশক্তি যাতে ভোটাধিকার হরণ না করে, তা সরকারকেই নিশ্চিত করতে হবে।'

জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, 'তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে এই প্রতিপাদ্য যেনো আবার মিলেমিশে যেনো ভোট চুরি-ডাকাতি না হয়,তা কঠোর হস্তে সরকারকেই দমন করতে হবে। 'পঞ্চগড় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.জায়েদ ইবনে আবুল ফজল সঞ্চালিত আলোচনা সভায়, জেলার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ ও দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা শুরুর পূর্বে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও আলোচনা সভার সভাপতি মো.সাবেত আলী। পরে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা কালেক্টর চত্বর প্রদক্ষিণ করে। শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এস এম ইমাম রাজী টুলু, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেনসহ অন্যান্য ব্যক্তিগণ।

(এআর/এএস/মার্চ ০২, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test