E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেষ হয়েছে ভাষা সৈনিক সুলতান বইমেলা

২০২৫ মার্চ ০১ ২৩:৩০:০২
শেষ হয়েছে ভাষা সৈনিক সুলতান বইমেলা

রহিম আব্দুর রহিম, পঞ্চগড় : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে, পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠিত ভাষা সৈনিক সুলতান বইমেলার সমাপনী অনুষ্ঠান গত ২৮ফ্রেবুয়ারি শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক ও মেলা কমিটির সভাপতি মো.সাবেত আলীর সভাপতিত্বে সমাপনীতে শুভেচছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)এস এম ইমাম রাজী টুলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলাম পঞ্চগড় জেলা আমীর প্রফেসর মাওলানা ইকবাল হোসাইন, ভাষা সৈনিক সুলতানের মেয়ে ডাক্তার চন্দনা সুলতানা, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পঞ্চগড় জেলার সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম বুলবুল, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মীর্জা নাজমুল ইসলাম কাজল,জেলা ও দায়রা জজ আদালতের জিপি অ্যাডভোকেট আব্দুল বারী, খেলাফত মজলিসের পঞ্চগড় জেলা সভাপতি মীর মোরশেদ তুহিন, ইসলামী আন্দোলনের পঞ্চগড় জেলার সিনিয়র সহ-সভাপতি ক্বারী আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, গণঅধিকার পরিষদ নেতা মাহাফুজার রহমান,ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলার সভাপতি আব্দুল হাই প্রমুখ।

সপ্তাহব্যাপী বইমেলার মাত্র ১২টি বিক্রয় স্টলে ৬লাখ ৪৮হাজার টাকার বই বিক্রি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।মেলায় প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা অবধি মুক্তমঞ্চে পরিবেশিত হয়েছে স্বরচিত কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল সঙ্গীত। প্রতিযোগিতায় ছিলো সাধারণ জ্ঞান ও বিতর্ক।মঞ্চস্থ হয়েছে নাটক।

উদ্বোধনী দিনে পঞ্চগড় শিল্পকলা একাডেমি,২২ফ্রেবুয়ারি জেলা বাউল পরিষদ, ২৩ ফ্রেবুয়ারি কাঁদামাটি সাংস্কৃতিক একাডেমি, ২৪ফ্রেবুয়ারি ভাওয়াইয়া গান,২৫ফ্রেবুয়ারি শিশু একাডেমি তাদের নাচ গান সঙ্গীত পরিবেশেন করে।

২৬ ফ্রেবুয়ারি পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের নাট্যকর্মীরা রহিম আব্দুর রহিম এর বিদ্রোহী রসে রচিত নাটক পশুর বয়ান মঞ্চস্থ করে। এইদিনই হাজী ছফির উদ্দীন স্কুল এন্ড কলেজের শিল্পীরা তাদের মনোজ্ঞ নৃত্যালেখ্যে উপস্থাপন করে।

অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ জেলার অন্যান্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিল্পীদের অনুপ্রেরণা যোগান।উল্লেখ বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি মেলায় প্রানান্ত পরিবেশ সৃষ্টি হয়।

বিতর্ক প্রতিযোগিতায় মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে জগদল হাই স্কুলে, পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়, পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়, বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, করতোয়া কালেক্টরেট আদর্শ নিকেতন ও পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদ্রাসা ও পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের তার্কিক ও বিতার্কিকরা অংশ গ্রহণ করে। ২৪, ২৫ ও ২৬ ফ্রেবুয়ারি প্রতিদিন বিকাল ৪টায় পরিচালিত প্রতিটি পর্বে তুমুল বাকযুদ্ধে অবতীর্ণ হয় অংশগ্রহণকারী দলগুলো।ফাইনাল পর্বে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনকে ২-১ ব্যালেট পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে, পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের তার্কিকগণ।শ্রেষ্ঠবক্তা নির্বাচিত হয় রানারআপ দলের দলনেতা ফাতেমাতুন জান্নাত মুন।

বিতর্কের প্রতিটি পর্ব পরিচালনা করে ষড়ঋতু জগদল এর শিশু কিশোর কর্মীরা। বইমেলার প্রতিদিনের সান্ধ্যকালীন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ায়, অন্যান্য বছরের চেয়ে এ বছর বই কেনাবেচা তুলনামূলকভাবে বেশী হয়েছে বলে বিক্রেতারা মতামত দিয়েছেন। তরুণ সমাজসেবী, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট আহসান হাবিব সরকারের উপস্থাপনায় পরিচালিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফ হাসান চৌধুরী ও মোহাম্মদ সোহেল রানা।

পঞ্চগড় সুলতান আলম বইমেলা গত একুশে ফ্রেবুয়ারি বিকাল তিনটায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো.সাবেত আলী। মেলার প্রতিদিনের ইভেন্ট মনিটরিং ও অনুষ্ঠান শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন পঞ্চগড় নেজারত ডিপুটি কালেক্টরেটের মো.আমিনুল হক তারেক(এনডিসি)।

(এআর/এএস/মার্চ ০১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test