E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সীমানা প্রাচীর ভেঙে ড্রেন করার অপচেষ্টা

২০২৫ মার্চ ০১ ১৯:৪০:২৮
সীমানা প্রাচীর ভেঙে ড্রেন করার অপচেষ্টা

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা পৌর সভার মাগুরাডাঙ্গি এলাকায় প্রতিবেশীর বিরুদ্ধে বসত বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ড্রেন নির্মাণের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় সমেন্দ্রনাথ দে (সেতু) এর বসত বাড়ির টিনের সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়েছে।

সমেন্দ্রনাথ দের (সেতু) অভিযোগ প্রতিবেশী বাবুল খার স্ত্রী মনিরা বেগম স্থানীয় ও বহিরাগত লোকজন নিয়ে দিনেদুপুরে টিনের সীমানা প্রাচীর ভেঙে ড্রেন নির্মাণের অপচেষ্টা চালাচ্ছে।

স্থানীয় মজিদের স্ত্রীর সাথে কথা হলে তিনি জানান, মনিরা বেগম কয়েকজন লোক নিয়ে এসে নিজেদের সুবিধার জন্য সেতুদের বাড়ির টিনের বেড়া ভেঙে ফেলেছে। শুরু মাত্র তার নিজের সুবিধার্থে অন্যের জমির উপর দিয়ে ড্রেন নির্মাণের অপচেষ্টা চালাচ্ছে।

জানা যায়, পাংশা পৌর সভার অধীনে গত বছর থেকে মাগুরাডাঙ্গি সন্তোষ ডাক্তারের বাড়ির সামনে থেকে চন্দনা নদী প্রযন্ত ৫৩০ মিটারের ড্রেন নির্মাণের কাজ চলমান।মেসার্স ওদুদ মন্ডল ট্রেডার্স কাজ করছে।

অভিযুক্ত বাবুল খার স্ত্রীর সাথে এ বিষয়ে কথা বলতে চাইলেও তিনি কথা বলতে রাজি হয়নি।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর পোশাক এস এম আবু দারদা বলেন, কোন বিতর্কিত জায়গা দিয়ে ড্রেন নির্মাণ করা হবে না।তবে উভয় পক্ষ সমঝোতার মাধ্যমে আমাদের কাছে লিখত দিলে ড্রেন নির্মাণ করা সম্ভব।

(একে/এসপি/মার্চ ০১, ২০২৫)

পাঠকের মতামত:

২১ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test