E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি ইসলামী আন্দোলনের

২০২৫ ফেব্রুয়ারি ২৭ ১৯:৪৪:৩৮
জামালপুরে রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি ইসলামী আন্দোলনের

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরাঁ ও অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে স্বাগত মিছিল করেছে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রমযানকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামালের সভাপতিত্বে ও ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী হামিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উপদেষ্টা ডা. সৈয়দ ইউনুস আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কাজী মাজহারুল ইসলাম, সহ-সভাপতি মুফতী সালে আহাম্মেদ, সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ লিয়াকত হোসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী শফিকুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মুফতী হুমায়ুন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসাইন প্রমুখ।

সমাবেশ শেষে পবিত্র মাহে রমজানের স্বাগত মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়। পরে শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে পাঁচটি দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেন।

স্মারক লিপিতে উল্লেখ দাবি সমূহ

১. মহান আল্লাহ তাআলা রমজান মাসে রোগী ও মুসাফির ব্যতিত প্রাপ্তবয়স্ক সকল ঈমানদারের জন্য দিনের বেলা পানাহার নিষিদ্ধ করেছেন। এজন্য সকলকে প্রকাশ্যে পানাহার থেকে বিরত রাখতে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা।

২. অশ্লীলতা ও বেহায়াপনা স্থায়ীভাবে বন্ধ করা। বিশেষ করে সিনেমা হল, টেলিভিশন ও স্যাটিলাইটের মাধ্যমে প্রদর্শিত সকল প্রকার ইসলামবিরোধী ও অশ্লীল অনুষ্ঠান বন্ধের চেষ্টা করা সকল মুসলমানের ঈমানী দ্বায়িত্ব।

৩. পবিত্র রমজানে নিত্যপ্রয়োনীয় দ্রব্যাদির মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে রোজাদারগণ এবং সাধারণ মানুষ মারাত্মক অসুবিধার সম্মুখীন হন। এজন্য ব্যবসায়ীসহ সকল মহলের কর্তব্য অবৈধ মজুতদারী ও কালোবাজারি প্রতিরোধ, ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় বন্ধ এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার চেষ্টা করা।

৪. সমাজ থেকে বৈষম্য, মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, খুন, ধর্ষণ ও দুর্নীতিসহ সমাজ, রাষ্ট্র ও মানবতাবিরোধী কার্যকলাপ বন্ধে ঐক্যবন্ধ ভাবে চেষ্টা করা।

৫. দেশের স্থায়ী শান্তি ও মানুষের সার্বিক মুক্তির লক্ষ্যে কুরআন নাযিলের এই মাসে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য জানমান, সময়, শ্রম দিয়ে সর্বাত্মক চেষ্টা করা।

স্বাগত মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test