E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনারগাঁয়ে গ্লোবাল ইসলামী ব্যাংকের মোগড়াপাড়া উপশাখার উদ্বোধন

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৯:১৮:২০
সোনারগাঁয়ে গ্লোবাল ইসলামী ব্যাংকের মোগড়াপাড়া উপশাখার উদ্বোধন

নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধুনিক ইসলামী ব্যাংকিং এর নতুন ধারায় গ্রাহক সেবার এক অনন্য দৃশ্টান্ত স্থাপন করার জন্য সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় ব্যাংকিং সেবার এমন প্রতিশ্রুতি নিয়ে গ্লোবাল ইসলামী ব্যাংক এর উপশাখা উদ্ধোধন করা হয়ছে।

আজ বুধবার সকালে মোগড়াপাড়া চৌরাস্তা জোহরা ম্যানশনে এ গ্লোবাল ইসলামী ব্যাংক উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোগরাপাড়া উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যাবস্হাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ।

আরো উপস্থিত ছিলেন ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মঞ্জুর হোসেন, ইসলামী সোসাইটি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক আবুল বাসার, বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন বেপারী, আল আরাফাহ ইসলামী ব্যাংকের মোগড়াপাড়া শাখার ব্যবস্থাপক মাওলানা সাইফুদ্দীন মনির।

সারুলিয়া শাখা ব্যাবস্থাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় ও তার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক আবুল বাশার ভুঁইয়া।

সোনারগাঁ মোগরাপাড়া শাখা ব্যবস্থাপক ইসহাক সকলকে ধন্যবাদ দিয়ে গ্লোবাল ইসলামী ব্যাংকিং এর সাথে লেনদেন করার আহবান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ শাখা দক্ষিণ এর সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ। অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশে ও দেশের বাইরে তাঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা, উপশাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

(এনকেএস/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test