E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনে ফাঁদ পেতে চলছিল হরিণ ধরার প্রস্তুতি, আটক ৫ শিকারি

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৯:০১:১৩
সুন্দরবনে ফাঁদ পেতে চলছিল হরিণ ধরার প্রস্তুতি, আটক ৫ শিকারি

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সুন্দরবনের গহীনে চলছিল হরিণ ধরার প্রস্তুতি। চোরা শিকারিরা বনে ফাঁদ পেতে অপেক্ষা করছিলেন নিকটবর্তী খালে নোঙর করা নৌকায়। এই খবর জানতে পেরে অভিযান চালিয়ে বনরক্ষীরা পাঁচ হরিণ শিকারিকে আটক করেছে। আটক চোরা শিকারিরা হলেন, মিন্টু বিশ্বাস, বাদল বিশ্বাস, বিধান চন্দ্র বিশ্বাস, সুমন্ত ও মন্টু। এসব হরিণ শিকারিদের বাড়ি বরগুনার জেলার পাথরঘাটা এলাকায়।

সুন্দরবন বিভাগ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকার ছালুয়ার খালে বগী স্টেশন ও চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথ অভিযানে একটি ট্রলারসহ শিকারিকে আটক করে। পরে আটকদের স্বীকারোক্তিতে বনের গহীনে পেতে রাখা নাইলনের সুতা দিয়ে তৈরী বিপুল পরিমান হরিণ ধরা ফাঁদ উদ্ধার করা হয়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর জানান, আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বুধবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test