E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১৭:৩৬:০৪
সোনাতলায় পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় স্ব-নামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। 

গতকাল মঙ্গলবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও এ আসনে সর্বশেষ ধানের শীষের প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির।

এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও সফল ইনচার্জ আব্দুল হাই।

কয়েকজন শিক্ষার্থীদের অভিভাবক জানান, বিগত দিনে এধরনের আয়োজন কখনো আমরা দেখিনি যেটি বর্তমান দ্বায়িত্ব প্রাপ্ত সিনিয়র শিক্ষক আব্দুল হাই স্যারের বদৌলতে মনোমুগ্ধকর খেলাধুলা দেখতে পেলাম। দিনব্যাপী খেলাধুলা ও দেশাত্মবোধক গান ও লোকগীতি গানের তালে নৃত্যে অংশগ্রহণ করেন ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী।

উল্লেখযোগ্য খেলাগুলো হলো, মোরগের লড়াই, গুপ্তধন উদ্ধার, ঝুড়িতে বল নিক্ষেপ, সুঁচে সুতা লাগানো এছাড়াও হাঁড়ি ভাঙা, বালিশ পাচার ইত্যাদি। খেলাধুলা শেষে বিকেলে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন একেএম আহসানুল তৈয়ব জাকির।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ নজমুল ইসলাম, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সেতারা রওশন জাহান, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খাঁন (নিপু), সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা ও উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ। এছাড়াও ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test