E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পরিবারের দাবি হত্যা, শ্বশুর আটক 

পলাশবাড়ীতে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৯:১৮:২২
পলাশবাড়ীতে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে ঝরনা বেগম (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবারের দাবি, যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতনের পর ঝরনাকে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ঘরের মেঝেতে ফেলে পালিয়ে যায় স্বামী আশিক মিয়া। এ ঘটনায় অভিযুক্ত আশিকের বাবা রেজ্জাক মিয়াকে আটক করেছে পুলিশ। 

খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ছাউনিয়া গ্রামের আশিক মিয়ার বাড়ির ঘরের মেঝে থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত ঝরনা বেগম পলাশবাড়ী উপজেলার রামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। এক বছর আগে ঝরনা বেগমের সাথে উপজেলার ছাউনিয়া গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে আশিক মিয়ার বিয়ে হয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধরের পর তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঝরনা বেগমকে হত্যার অভিযোগে স্বামী আশিক মিয়াসহ ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে তার বাবা শহিদুল ইসলাম একটি লিখিত এজাহার দিয়েছেন। পরে এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত স্বামী আশিকসহ পরিবারের লোকজন পালিয়ে গেলেও আশিকের বাবা রেজ্জাক মিয়াকে আটক করা হয়েছে।

নিহত ঝরনা বেগমের বাবা শহিদুল ইসলামসহ স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই আশিক ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য ঝরনাকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিলেন। মঙ্গলবার সকালে লোকমুখে মেয়ের মৃত্যুর খবর পাই। পরে পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে আশিকের বাড়িতে গিয়ে শয়ন ঘরের পাকা মেঝেতে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখি। ৭ মাসের অন্তঃসত্বা ঝরনার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আশিক ঝরনাকে মারধর ও নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে গেছে। হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে আশিক ও তার পরিবারের লোকজন ঝরনা আত্মহত্যা করছে বলে অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় স্বামী আশিকসহ জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

(আরআই/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

০১ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

Website Security Test