E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডাসারে মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৯:১৪:৩৩
ডাসারে মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি : অবৈধভাবে ইউরোপের ইতালীসহ বিভিন্ন দেশে প্রলোভন দেখিয়ে বিদেশে নেয়ার সাথে জড়িত মানবপাচার চক্রের দুই সদস্যকে মাদারীপুরের ডাসার থেকে পুলিশ গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার ভোররাতে তাদের নিজবাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলেন- মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব কোমলপুর গ্রামের ফজলুল হক মাতুব্বরের ছেলে ফরহাদ মাতুব্বর (৫০) ও একই গ্রামের আ. রশিদ মাতুব্বরের ছেলে শুভ মাতুব্বর (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুরের মানবপাচার চক্রের সদস্য ফরহাদ মাতুব্বর ও তার সহযোগী শুভ মাতুব্বরসহ বেশ কয়েকজন যুবক মিলে লিবিয়া দিয়ে ইউরোপের ইতালীসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে প্রতারণা করে আসছেন। তারা ডাসার উপজেলার কোমলাপুর, বালিগ্রাম ও কাজীবাকাইসহ বিভিন্ন এলাকার মানুষজনকে বিদেশ নেয়ার কথা বলে বহু টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে। এই সব ঘটনায় তাদের নামে মামলাও আছে। পরে ডাসার থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিকের নির্দেশনায় পুলিশ অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করেছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেফতার আসামী ফরহাদ ও শুভর বিরুদ্ধে মানবপাচার মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।

(এএসএ/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test