E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে জেসিসিআই'র মতবিনিময়

২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৯:৪৭:২৯
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে জেসিসিআই'র মতবিনিময়

রাজন্য রুহানি, জামালপুর : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সাথে জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় শহরের গ্যাসপাম্প সংলগ্ন চেম্বার কার্যালয়ে জেসিসিআই'র আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহ চপলের সভাপতিত্বে ও সহ-সভাপতি ইকরামুল হক নবীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ময়মনসিংহ বিভাগীয় পরিচালক জন কেনেডি জাম্বিল।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জাকির হোসেন খান, পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পি, পরিচালক এনামুল হক খান মিলন প্রমুখ।

মতবিনিময় সভায় পরিচালক হাজী নজরুল ইসলাম, পরিচালক মো. রকিবুল করিম, পরিচালক আনিছুর রহমান মানিক, পরিচালক সুবীর বসাক, পরিচালক ইউসুফ খানসহ জেসিসিআই'র কর্মকর্তাসহ জামালপুর জেলার সাধারণ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশে বিডা প্রতিষ্ঠানটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। বিদেশি একটি কোম্পানির সাথে যদি যৌথ ব্যবসা করতে চান, তা হলে বিডা থেকে লাইসেন্স নিতে হবে এবং বিডা আপনাকে সব ধরনের সহযোগিতা করবে। স্থানীয় ব্যবসায়ীদের বিডার কাছ থেকে নিবন্ধন নিতে হবে। পরিবেশ অধিদপ্তরের যদি কোন প্রতিষ্ঠানের লাইসেন্স নিতে চান তাহলে বিডার রেজিষ্ট্রেশন থাকলে দ্রুত সময়ের মধ্যে আপনারা লাইসেন্স পেয়ে যাবেন। অনলাইনের মাধ্যমে আপনি বিডার সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

তিনি আরও জানান, বিডার মুল উদ্দেশ্য হচ্ছে আপনি সঠিকভাবে আপনার ব্যবসা পরিচালনা করেন। এতে দেশ যেমন লাভবান হবে তেমনি আপনিও লাভবান হবেন। ২৫৩ টাকার মাধ্যমে আপনি অনলাইনের মাধ্যমে বিডায় আবেদন করে নিবন্ধন করতে পারবেন।

বিশেষ অতিথিরা বলেন, আপনি যদি বিদেশে থেকে কোন যন্ত্রপাতি ক্রয় করেন, তাহলে ১২ শতাংশ ট্যাক্স দিতে হবে। আর যদি আপনি বিডার মাধ্যমে আনেন তাহলে আপনাকে ৩ শতাংশ ট্যাক্স দিয়ে ক্রয় করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন বিডার নিবন্ধন থাকলে আপনার লাভ।

ব্যবসায়ীরা বলেন, কাস্টমস কর্তৃপক্ষের ট্যাক্সের জন্য জামালপুরে অনেক ব্যবসায়ী ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা ও আমদানি জটিলতা এড়াতে বিডার সহযোগিতা কামনা করেন ব্যবসায়ীরা।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test