E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে তল্লাশীর নামে ডাকাতি, এনএসআই কর্মকর্তাসহ ৪ জন গ্রেপ্তার

২০২৫ ফেব্রুয়ারি ২৩ ০০:২৭:০৪
নড়াইলে তল্লাশীর নামে ডাকাতি, এনএসআই কর্মকর্তাসহ ৪ জন গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় ডাকাতি করতে গিয়ে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছেন  থানা পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার খররিয়া চরপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ওই এলাকার সমরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-নড়াইল জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই) অফিসে কর্মরত ফিল্ড স্টাফ ও ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়া গ্রামের সাইফুল আলমের ছেলে মোঃ ইয়াছিন হোসেন (২৭), নড়াইল সদর উপজেলার ভওয়াখালীর মধ্যপাড়া গ্রামের মৃত কাজী আনিছুর রহমানের ছেলে আরিফুজ্জামান (২২),সুবুদীডাঙ্গা গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৩৬), ও পৌর এলাকার দুর্গাপুর গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান শশী (৩৫)।

পুলিশ জানায়,শুক্রবার রাতে উপজেলার খড়রিয়া চরপাড়া গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে

নড়াইলে কর্মরত এনএসআই ফিল্ড স্টাফ মোঃইয়াছিস হোসেনের নেতৃত্বে সৌমেন্দ্রনাথের ঘরে অবৈধ মালামাল আছে এই কথা বলে তল্লাশি শুরু করে তারা। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে তারা। পরবর্তীতে বাড়ির আশেপাশে লোকজনের সন্দেহ হলে পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দিলে পেড়লী ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমান তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ২টি সোনার চেইন, ১জোড়া কানের দুল, ১জোড়া কানের দুলের টানাসহ মোট ২ ভরি ২ আনা ২ রতি সোনা যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। এ ছাড়াও ডাকাতি কালে নগদ ১ লক্ষ ১১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

পেড়লী ক্যাম্প ইনচার্জ মো.আজিজ বলেন,এলাকার লোকেরা তাদের মারধোর দিয়েছে,ঠেকাতে গিয়ে আমিও আহত হয়েছি,ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে এনএস আই ফিল্ড স্টাফ সহ সকলেই ঘটনা স্বীকার করেছে এবং তাদের তথ্য অনুযায়ী মালামাল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম বলেন,তারা তল্লাশির নামে দস্যুতা করেছে,লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন এনএস আই ফিল্ড স্টাফ রয়েছেন। এ ঘটনায় কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test