E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

যশোরে আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৮:৪১:২২
যশোরে আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা উদ্বোধন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা উদ্বোধন হয়েছে। শনিবার সকালে শহরের আর এন রোডের নতুন বাজারে এই মেলার উদ্বোধন করা হয়। লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস) যৌথ উদ্যোগে ও বাইশিমাস যশোর জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় এই পণ্য ও প্রযুক্তি মেলা চার দিন ব্যাপি চলবে।

মেলায় প্রধান অতিথি ছিলেন, বাইশিমাস এর সভাপতি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, চেম্বর অফ কমার্সের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, লোক সমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, জাইকা প্রতিনিধি তাইচি ছোগা, বাইশিমাস এর সহ সভাপতি রাজু আহমেদ, বাইশিমাস এর পরিচালক আবু হোসেন খোকন, আব্দুল আলিম,আনোয়ারুল হক আনছারী,মাহবুব হক জামিল, বাইশিমাস যশোরের সিনিয়র সহ সভাপতি সিরাজ খান মিন্টু, সাধারণ সম্পাদক হারুন আর রশীদ, সাংগঠনিক সম্পাদক শেখ ইয়াকুব আলী প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাইশিমাস এর সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ঢাকার পর যশোর ও বগুড়া জেলায় লাইট ইঞ্জিনিয়ারিং এর উপর জোর দেয়া হচ্ছে। যশোর আর এন রোডের খ্যাতি দেশ ও দেশের বাইরে। এই খ্যাতি ধরে রাখতে মান সম্মত পণ্য তৈরি করতে হবে। শিল্পের লাইফ লাইন লাইট ইঞ্জিনিয়ারিং। জাপানসহ উন্নত বিশ্ব এটা অনুধাবন করেছে অনেক আগেই। তাই তারা শিল্পে এগিয়ে গেছে। যশোরে জমি নির্ধারণ হলে বিসিক ইঞ্জিনিয়ারিং পার্ক করা হবে। এই খ্যাতে পুঁজি, প্রযুক্তি, শিল্পপার্ক,পলিসি ও সাপোর্ট গুরুত্বপূর্ণ বিষয়। লাইট ইঞ্জিনিয়ারিং খ্যাতে ভ্যাট কমানো ও স্বল্প মুনাফায় লোন দেওয়ার জন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাইশিমাস যশোরের সভাপতি আশরাফুল ইসলাম বাবু। উল্লেখ্য, যশোরের অনুষ্ঠিত এই অঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলায় জেলার ৬০ টি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রযুক্তি ও মালামাল নিয়ে স্টল দিয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই স্টলগুলো সর্বসাধারণের দেখার ও জানার জন্য উন্মুক্ত রাখা হবে।

(এসএ/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test