E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে মতুয়া উৎসব ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত 

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৮:০৬:৩৩
নড়াইলে মতুয়া উৎসব ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় মতুয়া উৎসব ও হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামের কৃতি সন্তান ও মতুয়া রত্ন অসীম পালের স্বর্গীয় পিতা, মাতার ও মেজো দাদার স্মরণে দিনব্যাপি এ অনুষ্ঠানে নড়াইল, লোহাগড়াসহ আশেপাশের এলাকা থেকে ৭০টি মতুয়া দলের আগমন ঘটে। জয় ঢংকা, ঝাঝর আর সানাইয়ের সুরে অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলেন আগত মতুয়া দলের শিল্পীরা।

এ সময় জয় হরিবোল ধ্বনিতে প্রকম্পিত হয়ে পড়ে রায়গ্রামসহ আশপাশের এলাকা। দুপুরে মতুয়া রত্ন দীলিপ পালের সভাপতিত্বে ও দেব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটি সভাপতি মতুয়াচার্য শ্রী পদ্মানাভ ঠাকুর। এ সময় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন মতুয়া মাতা সুর্বনা ঠাকুর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক বাবু সমীর কুমার বসু, মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া তিতাস বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার আহবায়ক সাংবাদিক অশোক কুন্ডুসহ প্রমুখ।

ধর্মীয় এ উৎসব ঘিয়ে রায়গ্রামে গ্রামীণ মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন দোকানিরা বিভিন্ন পন্যের ওসরা সাজিয়ে বসে।

মেলা দেখতে আসা রুম্পা পাল বলেন, 'এখানে প্রতি বছর মতুয়া উৎসবে আসি। মেলা দেখি। হাজার হাজার মানুষ এ মেলাতে আসেন। মা ও ছোট বোনকে নিয়ে এসেছি, ভালই লাগছে'।

আগদিয়া থেকে আসা মতুয়া পিষুষ বিশ্বাস বলেন, রায়গ্রামে এ মতুয়া উৎসব অনেক নাম করা। আমরা আগদিয়া থেকে মতুয়া দল নিয়ে এখানে অনুষ্ঠান করতে এসেছি। ভালো লাগছে'।

মতুয়া রত্ন অসীম পাল বলেন, 'আমার স্বর্গীয় পিতা, মাতা ও মেজে দাদার স্মরণে এলাকাবাসীর সহযোগিতায় এই মতুয়া উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এ অনুষ্ঠান আগামীতেও অব্যাহত থাকবে।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test