E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৭:১৮:২৪
মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন

এস এ সাদিক, মেহেরপুর : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়। আজ শনিবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এই শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আল-আমিন বকুলের সভাপতিত্বে শিক্ষক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষকের ফেডারেশনের সহকারী জেনারেল সেক্রেটারী অধ্যাপক রবিউল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সভাপতি ড. আলমগীর বিশ্বাস, বাংলাদেশ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার উপদেষ্টা তাজ উদ্দীন খান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ মেহেরপুর জেলা সভাপতি মাহবুব উল আলম।

এ সময় অন্যান্যদের মধ্যে শিক্ষক সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ মেহেরপুর সদরের সেক্রেটারী আইয়ুব আলী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ মেহেরপুর সদরের সেক্রেটারী মোহাম্মদ আলী লাল্টু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা পরিষদ মুজিবনগর থানার সভাপতি হারুন আর রশিদ, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা পরিষদ গাংনী থানার সভাপতি মোমিনুজ্জামান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ মেহেরপুর সদর থানার সভাপতি মাওলানা আসাদুজ্জামান, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ গাংনী থানার সভাপতি ইসহাক আলী, বাংলাদেশ কারিগরী শিক্ষক পরিষদ মেহেরপুর জেলা সভাপতি আরিফুল ইসলাম, বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষক পরিষদ মেহেরপুর জেলার সভাপতি মনজুরুল হাসান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ মেহেরপুর জেলার সেক্রেটারী সুলাইমান হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা পরিষদ মেহেরপুর জেলার সভাপতি রবিউল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মুজিবনগর থানার সভাপতি মোশারেফ হোসেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গাংনী থানার সভাপতি আবুল হাশেম সহ বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার শিক্ষক সম্মেলন অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাহিউদ্দীন ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক ড. আলিবদী।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test