E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভক্ত সমাগমে আনন্দ মুখর মজলিশপুর সেবাশ্রম 

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৭:১৫:১০
ভক্ত সমাগমে আনন্দ মুখর মজলিশপুর সেবাশ্রম 

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : আমি হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড়, ভগবান শ্রীকৃষ্ণের মুখসৃত বাণী ধারন করে নগরকান্দা উপজেলার পুরাপাড়া মজলিশপুর সার্বজনীন রাধাকৃষ্ণ সেবাশ্রমে ৩৭ তম বার্ষিকী ও ৮ দিন ব্যাপী, সনাতন ধর্মীয় ভাগবত পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান গতকাল শুক্রবার রাতে সমাপ্ত হয়।

ধর্মীয় অনুষ্ঠানে ভাগবত পাঠে স্বপন কুমার গোস্বামী ও মৃত্যুঞ্জয় দাস অধিকারী। মহানামে অংশ গ্রহণ করেন মানিকগঞ্জের শান্তি নিকেতন সেবা সংঘ, গোপালগঞ্জের প্রভুপ্রিয়া সম্প্রদায়, বাগেরহাটের শিব শংকর সম্প্রদায়, গোপালগঞ্জের সত্য সনাতন সম্প্রদায়, বাগেরহাটর বৃন্দাবন সম্প্রদায়, গোপালগঞ্জের আদি অষ্টলীলা সম্প্রদায়।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন রঙ্গেশ্বর বিশ্বাস, অরুণ বিশ্বাস, মান্দার বিশ্বাস, অনন্য বিশ্বাস, অশোক বিশ্বাস, প্রান গোপাল বিশ্বাস, অধীর, গৌতম, রমেন নিমাই, কুমারেশ, প্রদীপ, জীবন, ভূবন, বিনয়, লিটন বৈদ্যনাথ বিশ্বাস সহ অন্যান্য প্রমুখ।

(পিবি/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test