E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পঞ্চগড়ে একুশ উদযাপন, উদ্বোধন হলো বইমেলা

২০২৫ ফেব্রুয়ারি ২১ ২২:০৮:১৪
পঞ্চগড়ে একুশ উদযাপন, উদ্বোধন হলো বইমেলা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : সারাদেশের ন্যায় পঞ্চগড়েও যথাযোগ্য মর্যাদায়  মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠান ছিলো হৃদয়গ্রাহী দিনমান শেষে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ভাষা সৈনিক সুলতান বইমেলার উদ্বোধন হয় বিকাল সাড়ে তিনটায়। 

পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে আনুষ্ঠানিকভাবে এইমেলার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো.সাবেত আলী।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল কাদের, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি'র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,পঞ্চগড় জেলা জামায়েত ইসলামের আমির প্রফেসর মাওলানা মো. ইকবাল হোসাইন, পঞ্চগড় জেলা ও দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বি ও মোকাদ্দেছুর রহমান সানসহ সর্বস্তরের সুধিমহল।

ভাষা সৈনিক সুলতান বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।মেলায় মোট ২৮ স্টলের মধ্যে ১২টি বুকস্টলে বই ক্রয়- বিক্রয় হবে, ১৪টি স্টলে শুধুমাত্র বই প্রদর্শনী হচ্ছে।উদ্বোধন শেষে অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পরে স্থানীয় কবিদের রচিত কবিতা আবৃত্তি শেষে পঞ্চগড় শিল্পকলা একাডেমি পরিবেশনায় ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সপ্তাহব্যাপী এই মেলা প্রতিদিন তিনটায় শুরু হয়ে চলবে রাত নয়টা অবধি।প্রতিদিন সন্ধায় অডিটোরিয়াম মঞ্চে চলবে আলোচনা, বিতর্ক ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা,বাউল গান, নাটক, নৃত্যালেখ্য, গুণীজন সংবর্ধনাসহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সুর সঙ্গীতের মনো ও প্রাণোগ্রাহী অনুষ্ঠানাদি।

দৃষ্টি নন্দিত মেলার সৌন্দর্য বির্নিমানে শ্রম এবং মেধার দৃষ্টান্ত স্থাপন করেছেন, পঞ্চগড় নেজারত ডেপুটি কালেক্টরের মো.আমিনুল হক তারেক (এনডিসি)।

(এআর/এএস/ফেব্রুয়ারি ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test