E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

প্রতিবন্ধী ভাইয়ের সম্পত্তি দখলে থানায় অভিযোগ

২০২৫ ফেব্রুয়ারি ২১ ১৯:১০:০৯
প্রতিবন্ধী ভাইয়ের সম্পত্তি দখলে থানায় অভিযোগ

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : প্রতিবন্ধী ভাই আতাহার গাজী ও মৃত ভাই মোতাহার গাজীর ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি দখল চেষ্ঠার অভিযোগে ছোট ভাই মকবুল গাজী বিরুদ্ধে নগরীর কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এরপূর্বে মকবুল গাজীর বিরুদ্ধে স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করা হয়। ওইসময় সেনাবাহিনীর কর্মকর্তারা মকবুল গাজীকে তলব করেন। সেসময় বৈঠকে মকবুল গাজীর বিরুদ্ধে প্রতারনাসহ ওয়ারিশদের জমি আত্মসাত করার চেষ্ঠার অভিযোগের সত্যতা পেয়ে সেনা কর্মকর্তারা তাকে শ্বাসিয়ে দেয়। ঘটনাটি নগরীর কাউনিয়া হাউজিং এলাকার।

নগরীর কাউনিয়া থানায় মানসিক প্রতিবন্ধী আতাহার গাজীর পরিবারের দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গতবছরের ৫ আগস্টের পর রাতারাতি আওয়ামী লীগের খোলস পাল্টিয়ে মকবুল গাজী জেলা ছাত্রদল ও যুবদলের দুই প্রভাবশালী নেতার ছত্রছায়ায় বিএনপি সেজে এসব অপর্কম শুরু করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উত্তর কাউনিয়া এলাকার মৃত তোজম্বর গাজীর ছেলে মানসিক প্রতিবন্ধী আতাহার গাজী তার বাবার সম্পত্তির ওয়ারিশ হিসেবে ১৬ শতক জমি পাওয়ার কথা। কিন্তু সু-চতুর মকবুল গাজী তার ভাইয়ের পরিবারকে ছয় শতক জমি বুঝিয়ে দিয়েছে। বাকি ১০ শতক জমি সে (মকবুল) আত্মসাতের জন্য তৎপর হয়ে উঠেছে। সূত্রমতে, মকবুল গাতীর বড় ভাই মোতাহার গাজীর মৃত্যুর পর তাদের পরিবারের সম্পত্তি একইভাবে আত্মসাতের চেষ্ঠা করেন মকবুল।

এ ব্যাপারে অভিযুক্ত মকবুল গাজীর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দিয়ে উল্লেখিত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি ফোনের লাইন বিচ্ছিন করে তা বন্ধ করে রাখেন। ফলে তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে কাউনিয়া থানার ওসি মো. নাজমুল নিশাত বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test