E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিলচলন ইউনিয়ন তাঁতীদলের কমিটি বিলুপ্ত

‘আমাকে ফাঁসানোর জন্য কৃষক লীগ বানানো হয়েছে’

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৯:২০:২৯
‘আমাকে ফাঁসানোর জন্য কৃষক লীগ বানানো হয়েছে’

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার আলোচিত সেই বিলচলন ইউপি সদস্য আব্দুস সালামের দাবি, ‘আমি কখনও কোনদিন কৃষক লীগের সাথে জড়িত ছিলাম না। আমি ও আমার পরিবার বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। সম্প্রতি আমাকে বিলচলন ইউনিয়ন তাঁতীদলের সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এরপর থেকেই আমার বিরুদ্ধে প্রতিপক্ষ নানা অপপ্রচার শুরু হয়েছে। একটি পক্ষ ষড়যন্ত্রমুলকভাবে আমাকে কৃষকলীগ বানিয়েছে।’

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আব্দুস সালাম বলেন, ’আমি একজন ইউপি সদস্য হিসেবে ইউপি চেয়ারম্যানের সাথে যেতেই পারি। তাই বলে আমি আওয়ামী লীগ বা কৃষকলীগ হয়ে যাইনি। এসব নিয়ে পত্র-পত্রিকা ও ফেসবুকে প্রচার করা হচ্ছে, আমি কৃষকলীগ করতাম, এখন তাঁতীদলের সভাপতি। কৃষক লীগের সাথে আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই। কোন কমিটিতে আমার নাম থাকলে, সেটা আমার জানা নেই।’

আব্দুস সালাম আরো বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্যই এ ধরণের ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। আমি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। বিধায় তাঁতীদলের সভাপতি হিসেবে আমাকে বিলচলন ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বিগত ২০১৪ সালে বিলচলন ইউনিয়ন কৃষকদলের সক্রিয় সদস্য ছিলাম। আমার ও আমার পরিবারের সুনাম ক্ষুন্ন করার জন্যই এ ধরণের অপপ্রচার চলছে। আমি এসকল ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে তিনি চাটমোহর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের প্রত্যায়নপত্র উপস্থাপন করেন। সেখানে কৃষকলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেছেন, ’আব্দুস সালাম কখনো কৃষকলীগ করেননি। কৃষক লীগের সাথে সম্পৃক্ত ছিলেন না।’

সংবাদ সম্মেলনে সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, বিএনপি নেতা আকতার আলী, তাঁতীদলের নেতা আমিনুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাটমোহর উপজেলা কৃষক লীগের সদস্য সালাম তাঁতীদলের বিলচলন ইউনিয়ন কমিটির সভাপতি-সম্প্রতি এমন বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও তথ্য গোপনের অভিযোগে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন তাঁতীদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ নুরুল ইসলাম সামাদ ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজম এই কমিটি বিলুপ্ত ঘোষনা করে বিজ্ঞপ্তি দেন। উপজেলা তাঁতীদলের সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন।

(এসএইচ/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test