E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বালিয়াকান্দিতে ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নেওয়ার অভিযোগ

২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৯:১১:৩৯
বালিয়াকান্দিতে ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে তিন ফসলী জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে ইটভাটায় নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা ও রাজবাড়ী বারের আইনজীবি অ্যাড. রেহেনাজ পারভীন সালমা প্রতিকার চেয়ে গত মঙ্গলবার জেলা প্রশাসক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলেন, আমার নিজ স্বত্বদখলীয় ও আমার পিতার নামীয় ৪৬ নং ইরশালবাড়ী মৌজার বিএস ৪২৯ নং খতিয়ানের ৯০৩, ৯০৪, ৮৯৮, ৮৯৯ নং দাগের ৪২ শতাংশ জমির মধ্যে ৯০৩ ও ৯০৪ নং দাগে ১৫ শতাংশ জমিতে আমি দীর্ঘদিন যাবৎ চাষাবাদ পূর্বক ভোগদখল করে আসছি। আমার জমির পার্শ্ববর্তী জমির মালিক মেসার্স টিএমবি ব্রিকসের মালিক মোঃ মোফাজ্জেল হোসেন মিঠু ও মোঃ তোফাজ্জেল হোসেন টিটু তাদের জমির সীমানা শেষ থেকে অত্যন্ত গভীর করে ভেকু দিয়ে মাটি খনন করে আমার দাগের উপর দিয়ে মাটির ট্রাক ও ভেকু যাতায়াত করছে। ফলে আমার তিন ফসলী জমিতে ফসল উৎপাদন করা কোন ক্রমেই সম্ভব হচ্ছে না এবং গভীরভাবে মাটি খননের ফলে একটু বৃষ্টি হলেই আমার জমির মাটি ভেঙ্গে পড়ে যাবে। ইতিমধ্যেই আমার জমির কিছু অংশ ভেঙ্গে গেছে। এ বিষয়ে মাটি কর্তনকারী ব্যক্তিগণের সাথে কথা বললে, তারা আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে। ওই ব্যক্তিগণ এভাবে তিন ফসলী জমি থেকে মাটি কর্তন করে ভূমি আইন ও পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করছে।

বুধবার বিকেলে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে হাজির হতে বলেন। পরে উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করেছেন।

ইটভাটা মালিক মোফাজ্জেল হোসেন মিঠু বলেন, আমি ওখান থেকে মাটি কাটছি না। জমির মালিক তছির উদ্দিন তার পুকুর সংস্কার করছে। তবে আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test