E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২২  

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৮:৪৫:০৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২২  

শ্রীনগর প্রতিনিধি : ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা ওভারব্রিজের সামনে ৫টি গাড়ির সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছে। আজ সোমবার সকালে ঢাকামুখী হাইওয়ে লেনে এই ঘটনা ঘটে। 

ঘটনাস্থল থেকে শ্রীনগর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এই দুর্ঘটনায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে।

আহত বাস যাত্রীরা হলেন- খুলনার জহিরুল শেখ (২২), আরিফ (২৭), কিশোর দত্ত (৫০), বাবুল (৬০), মেসবাহ রহমান (৩০), রিফাত (৩৫), দেলোয়ার (৪৪), মো. আরিফ (৪০), আসলাম (২৮), কুমার সেন (২৫), নাসির (১৭), চট্রগ্রামের আবু তালেব (৫২), আবির (২৫), গোপালগঞ্জের শাহিন শাহ (৩৫), কাভার্ড ভ্যানের হেলপার যশোরের সোহেল (২৩) সহ অন্তত ২২ জন আহত হয়েছে। এর মধ্যে কাভার্ড ভ্যানের হেলপার সোহেলের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কামারখোলা ওভারব্রিজের ঢালুকে ঢাকামুখী লেনে একটি পিকআপের (ঢাকা মেট্রো ন-১১৩৩৯৭) পিছনে অজ্ঞাত ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় পিছনে থাকা ইমাদ পরিবহণের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫১৪৬১) একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট- ১৮০২৩০) ও পুর্বাসা পরিবহণের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব- ১৫০৬১১) দ্রুতগতিতে এসে ধাক্কা একটি অপরটির সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ২২ জন আহত হয়। যাত্রীরা জানিয়েছে, ঘন কুয়াশা ও গাড়ি চালকদের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে ১৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এছাড়া আহত কয়েকজন নিজ নিজ দায়িত্বে ঘটনাস্থল ত্যাগ করে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কত্যর্বরত চিকিৎসক ডাঃ আশেকা জানান, আহতদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঘন কুয়াশার ফলে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(এআই/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test