E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রোজায় সিন্ডিকেট ভাঙতে শ্রীমঙ্গলে ‘বিনা লাভের বাজার’

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৮:০৪:০৬
রোজায় সিন্ডিকেট ভাঙতে শ্রীমঙ্গলে ‘বিনা লাভের বাজার’

মো: আল-আমিন, শ্রীমঙ্গল : আসন্ন রমজানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিত্য পণ্য বাজার নিয়ন্ত্রণে আলোচিত ‘বিনা লাভের বাজার’ এর নতুন শাখার উদ্বোধন হয়েছে।

আজ সোমবার সকালে শ্রীমঙ্গল শহরের গদার বাজারে বিনা লাভের বাজারের এই ২য় শাখার উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র বিএনপিনেতা মো. মহসিন মিয়া মধু।

এর আগে গত ৪ নভেম্বর অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গতে শ্রীমঙ্গলে প্রথম বিনা লাভের বাজার প্রতিষ্ঠা করা হয়। এতে স্বল্প আয়ের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

বাজারে ক্রয় মূল্যে চাল, ডাল, আটা-ময়দা, সোয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, শাক-সবজি, ব্রয়লার মুরগি, ডিম বিস্কুটসহ বিভিন্ন পন্য বিক্রি হচ্ছে।

বিনা লাভের বাজারের ২য় শাখা উদ্বোধন করার পর সেখানে স্বল্প আয়ের মানুষদের সাশ্রয়ী দামে নিত্য পন্য সংগ্রহে ভীড় করতে দেখা গেছে। ইজিবাইক চালক আব্দুস সামাদ বলেন, বাজার থেকে অনেক কম দামে জিনিসপত্র কিনতে পারছি। বাজারে ২ লিটার সোয়াবিন তেল ৩শ’ ৮০ থেকে ৪শ’ টাকায় বিক্রি হচ্ছে। সাথে অপ্রয়োজনীয় পন্য কিনতে বাধ্য করা হচ্ছে। এখানে ২ লিটার বোতলজাত তীর সোয়াবিন ৩শ’ ৫০ টাকায় কিনেছি’। বিক্রেতা মোবারক হোসেন জানান, চাল ৪৫, পেঁয়াজ দেশী ৭৫, ইন্ডিয়ান ৪৫, রসুন ১শ’ ১৫, ডিম প্রতি হালি ৪২, ছানা ডাল ৬৫, ছোলা ৯৮, মুশুর ১শ’ ৫, আদা ৯০ টাকায় বিক্রি হচ্ছে। অপর এক বিক্রেতা আব্দুস শুকুর জানান, বাজারে বিভিন্ন প্রকারের বিস্কুট, কেক, সেমাই, নুডুলস ৪০ শতাংশ কম মুল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে।

বিনা লাভের বাজারের উদ্যেক্তা মহসিন মিয়া মধু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান - আসন্ন রোজায় স্বল্প আয়ের মানুষের মাঝে ন্যয্য মুল্যে নিত্যপণ্য সামগ্রী পৌঁছে দিতে নির্দেশনা দিয়েছেন। যাতে গরীব অসহায় মানুষরা দুর্ভোগে না পড়েন। এমন নির্দেশনায় শ্রীমঙ্গলে এই বিনা লাভের বাজার প্রতিষ্ঠা করা হয়েছে। রমজানে স্বাভাবিক ভাবে বাজারে চাল-ডাল, চিনি, ছোলা, ব্রয়লার মুরগি, ডিমএর মতো পণ্যের চাহিদা বেড়ে যায়। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিযোগিতায় মেতে উঠে। বিনা লাভের বাজার স্থাপন করায় নিত্য পণ্যের দাম নিয়ে কেউ বাজার সিন্ডকেট বা নৈরাজ্য সৃষ্টির সুযোগ থাকবে না’ বলে তিনি জানান।

(এএ/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test