E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৮:০০:৩৪
জামালপুরে ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজন্য রুহানি, জামালপুর : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুরে আনন্দ শোভাযাত্রা করেছে জামালপুর ছাত্র অধিকার পরিষদ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার দুপুরে শহরের গেইটপাড় এলাকা থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সানাউল্লাহ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাআদ আহামেদ রাজু'র সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন জামালপুর গণঅধিকার পরিষদের প্রচার সম্পাদক মাসুম মিয়া, জামালপুর পৌর ছাত্র অধিকার পরিষদের আহবায়ক শাকিল হাসান, সদস্য সচিব রাকিবুল ইসলাম, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এহসান হাবিব রাহাত, সাধারণ সম্পাদক মনির হাসান, বকশীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের শাখার সাধারণ সম্পাদক শিশির আহাম্মেদ, মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আসভাপতি মামুন, মেলান্দহ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি রিফাত রাহী প্রমুখ।

বক্তারা বলেন, রাজপথ থেকে সংগ্রামের মাধ্যমে ওঠে এসেছে ছাত্র অধিকার পরিষদ। ২৪ এর ফ্যাসিস্ট সরকার বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে এই ছাত্র সংগঠন। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে ২৪ এর আন্দোলনে পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের সক্রিয় ভূমিকা ও অংশগ্রহণ দেশবাসী দেখেছেন।

তারা আরও বলেন, দেশে কোনো দুনীতিবাজ-চাঁদাবাজ থাকবেনা। আমরা লক্ষ্য করছি নতুন করে অনেকেই ফ্যাসিস্টের আচরণ ধারণ করছেন। এই নতুন ফ্যাসিটদের শক্ত হাতে প্রতিহত করা হবে।

আনন্দ শোভাযাত্রায় গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখাসহ ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা ও উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test