E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নাটোরে লড়ি-পিকআপ-ট্রাকের সংঘর্ষ, নিহত ১

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১৭:৩৬:১৭
নাটোরে লড়ি-পিকআপ-ট্রাকের সংঘর্ষ, নিহত ১

নাটোর প্রতিনিধি : সারবাহী ট্রাক, ফলবাহী পিকআপ ও চিটাগুড়বাহী লড়ি একদিকেই যাচ্ছিলো এবং একে অপরযানের পেছনেই ছিলো। হঠাৎ সামনে থাকা সারবাহী ট্রাক গতি কমিয়ে দিলে পেছনের চিটাগুড়বাহী লড়ি মাঝখানে থাকা আঙ্গুরফলবাহী পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি সামনের ট্রাকের পিছনে দুমড়েমুচড়ে ঢুকে পড়ে এবং ঘটনাস্থলেই নিহত হয় ওই পিকআপের চালক। 

আজ সোমবার ভোর ৬টার দিকে বনপাড়া-কুষ্টিয়া মহাসড়কের নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালকের নাম আকাশ প্রামাণিক নাহিদ (৩৪)। সে নওগাঁ জেলা সদরের ভবানীপুর রাজাকপুর গ্রামের মৃত শাহীন হোসেনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, ফলবাহী পিকআপটি যশোরের বেনাপোল থেকে নওগাঁ যাচ্ছিলো। গড়মাটি এলাকায় পেছনের লড়ি পিকআপটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে ও চালকের মৃত্যু হয়। কুয়াশার কারণে এ ঘটনা ঘটেছে বলে আশংকা করা হচ্ছে। দুর্ঘটনার পর লড়ি ও ট্রাকের চালক ও হেলপারগণ পালিয়ে গেছে। ওই ৩টি যান জব্দ করা হয়েছে।

(এডিকে/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test