E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পৌরসভার ড্রেন আটকে দেয়াল নির্মাণ 

প্রবাসীকে অবরুদ্ধ, পাঁচ হাজার পরিবার পানিবন্দি

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৮:৪০:৪৭
প্রবাসীকে অবরুদ্ধ, পাঁচ হাজার পরিবার পানিবন্দি

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ডেনমার্ক প্রবাসীর জমির চারপাশে ইটের দেয়াল নির্মাণ করে চলাচলের পথ অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। ফলে চরম বিপাকে পরেছেন ওই প্রবাসী। পাশাপাশি পৌরসভার অর্থায়নে নির্মিত ড্রেন আটকে দেওয়ায় বর্ষা মৌসুমে ওই এলাকার প্রায় পাঁচ হাজার পরিবার পানি বন্দি হয়ে পরছেন। ঘটনাটি জেলার গৌরনদী পৌর এলাকার সুন্দরদী মহল্লার।

আজ রবিবার দুপুরে ওই মহল্লার বাসিন্দা ও ডেনমার্ক প্রবাসী মো. মনিরুজ্জামান স্বপন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পূর্বে সুন্দরদী মৌজায় ১৩ শতক জমি ক্রয় করে সেখানে বৃক্ষ রোপনের পর তিনি স্ব-পরিবারে ডেনমার্ক চলে যান। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় এক নেতার ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় আবু খান ও লিটু সরদার তাকে না জানিয়ে জমির দুইপাশে দেয়াল নির্মান করে চলাচলের পথ অবরুদ্ধ করে দিয়েছেন। দীর্ঘদিন পর অতিসম্প্রতি তিনি দেশে ফিরে চলাচলের পথ খুলে দেওয়ার জন্য একাধিকবার তাদেরকে বলা হলেও তারা কোন কর্নপাত করছেন না। তাই দেয়াল অপসারন করে চলাচলের পথ খুলে দেওয়ার জন্য তিনি (স্বপন) স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে দেখা গেছে, ওই প্রবাসীর ক্রয়কৃত জমির পাশ দিয়ে বয়ে গেছে পৌরসভার অর্থায়নে নির্মিত ড্রেন। আবু খান ও লিটু সরদারের দেয়াল নির্মানের কারণে সেই ড্রেনের মুখটিও বন্ধ হয়ে গেছে। ফলে ড্রেন দিয়ে বর্ষা মৌসুমে পানি চলাচল করতে না পারায় ওই এলাকার প্রায় পাঁচ হাজার পরিবার পানি বন্দি হয়ে পরেন।

এ ব্যাপারে অভিযুক্ত লিটু সরদার বলেন, আমি আমার জায়গায় দেয়াল নির্মান করেছি। কারো চলাচলের পথ বন্ধ করিনি। অপর অভিযুক্ত আবু খানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তার নাম্বার বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া যায়নি। তবে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test