E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপাসিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বসন্তবরণ ও পিঠা উৎসব

২০২৫ ফেব্রুয়ারি ১৬ ১৮:২১:০৯
কাপাসিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বসন্তবরণ ও পিঠা উৎসব

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের প্রাচীন ও ঐতিহ্যবাহী কাপাসিয়া ডিগ্রি কলেজের উদ্যোগে আজ রবিবার দিনব্যাপী বসন্তবরণ ও পিঠা উৎসব পালিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবিরের সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য পিঠা উৎসবের উদ্বোধন করা হয়কলেজ মাঠে।

কলেজের সহকারী শিক্ষক আনোয়ার সাদেক ও বোরহান উদ্দিনের সার্বিক পরিচালনায় শিক্ষার্থীরা মুক্তমঞ্চে মনোজ্ঞ গান পরিবেশন করেন।

অনুষ্ঠানের শুরুতে ক্যাম্পাসে নির্মিত বিশাল প্যান্ডেল-মঞ্চে উপস্থিত অতিথিরা কেক কেটে বসন্তবরণ ও পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক মন্ডলী সহ বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানু কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বাসন্তী রঙের পোশাক পড়ে ক্যাম্পাস মুখরিত করে তোলে। নারী উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শণ ও বিক্রয়ের জন্য আগতদের আন্তরিক ভাবে শুভেচ্ছা ও সম্ভাষণ জানান। মেলায় বাহারী অসংখ্য রকমের পিঠা ও খাবার, হাতে তৈরি উন্নত ও সুস্বাদু কেক, চটপটি-ফুচকা, পোশাক, ফুল, বাচ্চাদের খেলনা সহ নানা ধরনের পণ্যের সমাহার ঘটেছে। বিকালে কলেজ ক্যাম্পাসের মেলায় নানা বয়সের নারী পুরুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে।

এছাড়া মেলায় কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ অনলাইনে আবেদনের মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত হেল্প ডেস্ক খোলা হয়েছে।

(এসকেডি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test