E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাজবাড়ীতে মিলাদের মিষ্টি খেয়ে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ১২ জন

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৮:৫৯:৫৫
রাজবাড়ীতে মিলাদের মিষ্টি খেয়ে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি ১২ জন

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি‌তে মিলাদের মিষ্টি খেয়ে ১২জন মুস‌ল্লি‌ একযোগে অসুস্থ হয়ে হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছে। এদের মধ্যে চারজ‌নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ‌রেফার্ড করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপ‌জেলার বহরপু‌র প‌শ্চিমপাড়া জা‌মে মস‌জিদে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলো, দেলোয়ার হোসেন, মাহিম, মুস্তাফিজুর, মোরসালিন, সোহান, রিমন, শিহাব, আরিফ, মিন্টু, মিনার, মোজাম ও সাইদুল ইসলাম সোহান। সবাই একই গ্রা‌মের বা‌সিন্দা।

রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা জানায়, শুক্রবার রাতে শবেবরাতের নামাজ শেষে বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মিলাদ মাহফিলে মিষ্টি (চমচম) খাওয়ার পরপরই ১২ জন মুসুল্লী অসুস্থ্য হয়ে পরে। স্থানীয়দের সহযোগিতায় তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানায়, খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছে। এদের মধ্যে চারজন বেশি অসুস্থ হওয়ায় তাদের ফরিদপুরে রেফার্ড করা হয়। বাকিরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন তারা আশঙ্কামুক্ত।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test