E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিক্রি কম, হতাশ রাজবাড়ীর ফুল ব্যবসায়ীরা

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৯:২১:০৫
বিক্রি কম, হতাশ রাজবাড়ীর ফুল ব্যবসায়ীরা

একে আজাদ, রাজবাড়ী : বসন্তবরণ উৎসব এবং ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফুল মজুত করেছেন রাজবাড়ীর ফুল ব্যবসায়ীরা। এরমধ্যে সব চেয়ে বেশি মজুত হয়েছে গোলাপ ফুল।
স্থানীয়ভাবে রাজবাড়ী জেলায় কোনো ফুল চাষ না হওয়ায় যশোর, কালিগঞ্জসহ কয়েকটি স্থান থেকে ফুল আনা হয়।

তবে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ছুটির দিন এবং পবিত্র শবে বরাত হওয়ায় এবার তেমন ফুল বিক্রি হয়নি। বিক্রেতারা দাবি করছেন, এবার অন্যান্য বছরের চেয়ে ফুলের দাম কিছুটা কম। রাজবাড়ী জেলা শহরের বড়পুল ও পান্না চত্বর এলাকায় গিয়ে দেখা যায়, প্রকার ভেদে প্রতি পিস গোলাপ ৩০ থেকে সর্বোচ্চ ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

জেলা শহরে রাজবাড়ী ফুল সেন্টার, নুপুর ফুল সেন্টার, রাজবাড়ী ফুল ঘর, বিধি ফুল ঘরসহ বেশ কয়েকটি ফুলের দোকান রয়েছে। এসব দোকানের ব্যবসায়ীরা বসন্ত উৎসব ও ভালবাসা দিবসকে কেন্দ্র করে ৫০ হাজার থেকে প্রায় দেড় লাখ টাকার ফুল আমদানি করেছেন। প্রতিটি দোকানে কয়েক রঙের গোলাপের পাশাপাশি জারবারা, রজনিগন্ধাসহ বিভিন্ন ধরনের ফুল আনা হয়েছে।

ক্রেতা সাইদুল, হালিমসহ কয়েকজন বলেন, বিশেষ দিনে প্রিয়জনকে ফুল দেওয়ার মধ্যে বাড়তি আনন্দ কাজ করে। তাই প্রিয়জনের জন্য ফুল কিনতে এসেছি।

নুপুর ফুল সেন্টারের মালিক হাবিবুর রহমান হাবিব বলেন, এবছর ৭০ হাজার টাকার ফুল সংগ্রহ করেছি। কিন্তু বিক্রি কম। গতকাল থেকে আজ দুপর পর্যন্ত ২০-২২ হাজার টাকার ফুল বিক্রি হয়েছে। এবার ফুলের দামও কম। প্রতি পিস গোলাপ প্রকারভেদে ৩০-১০০ টাকায় বিক্রি করছি। স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি শবে বরাত হওয়ায় এবার বিক্রি কম।

রাজবাড়ী ফুল সেন্টারের মালিক কালাম মন্ডল বলেন, বসন্ত উৎসব ও ভালবাসা দিবস উপলক্ষে তিনি এক লাখ ২০ হাজার টাকার ফুল এনেছেন। তার কাছে লাল, হলুদ, সাদাসহ কয়েক ধরনের গোলাপ এবং অন্যান্য ফুল আছে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test