E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

প্রেসক্লাব মহম্মদপুরের উন্নয়নের দায়িত্ব নিলেন কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৯:১৬:৫৬
প্রেসক্লাব মহম্মদপুরের উন্নয়নের দায়িত্ব নিলেন কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল

মহম্মদপুর প্রতিনিধি : প্রেসক্লাব মহম্মদপুরের উন্নয়নের দায়িত্ব নিলেন কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল। তিনি তার নিজস্ব অর্থায়নে ভবন করার জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। 

আজ শুক্রবার সকালে প্রেসক্লাব মহাম্মদপুরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহম্মদপুরের কৃতি সন্তান কৃষি বিজ্ঞানী কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল।

তিনি মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের সন্তান। প্রধান অতিথি কৃষি উন্নয়ন ও সমাজসেবার অগ্রযাত্রায় ব্যাপক ভূমিকা রাখায় প্রেসক্লাব মহম্মদপুর তাকে সম্মাননা স্বারক প্রদান করেন।

প্রেসক্লাব মহাম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আলী আফজাল।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুচ আলী,আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মহম্মদপুর সরকারি আর, এস,কে,এইচ ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জিয়াউল হক বাচ্চু, একুশে নিউজের সম্পাদক ও প্রেসক্লাব মহম্মদপুরের উপদেষ্টা মোঃ হাসানুজ্জামান সুমন, ঢাকাস্থ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।

এছাড়া আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক মহম্মদপুর বার্তা'র সম্পাদক মোঃ সালাহউদদীন আহমেদ মিলটন, সাংবাদিক খায়রুল ইসলাম প্রমূখ।

উক্ত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক দৈনিক যায়যায়দিনের মহম্মদপুর উপজেলা প্রতিনিধি এস আর এ হান্নান।

(বিএস/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test