E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বসন্ত-ভালোবাসা দিবসে ফুল বিক্রি নেই ঈশ্বরদীতে, বিপাকে ফুল ব্যবসায়ীরা

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৮:৪২:১৩
বসন্ত-ভালোবাসা দিবসে ফুল বিক্রি নেই ঈশ্বরদীতে, বিপাকে ফুল ব্যবসায়ীরা

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বসন্ত ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করতে না পারায় চরম বিপাকে পড়েছেন ফুল ব্যবসায়ীরা। আজ শুক্রবার ভোর থেকে ফুলের পসড়া সাজিয়ে অপো করেও তেমন ফুল বিক্রি করতে পারেনি তারা। ফুল বিক্রি করতে না পারায় দোকানে দোকানে শোভা পাচ্ছে বিভিন্ন প্রজাতির ফুল।

বসন্ত ও ভালোবাসা দিবসে প্রিয়জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিভিন্ন বয়সী মানুষ। যার কারণে প্রতিবার এ দুই দিবসকে কেন্দ্র করে ফুলের চাহিদা থাকে অনেক বেশি। অনেককে দেখা যায় বসন্তের শাড়ি ও পাঞ্জাবি পড়ে ঘুরতে। প্রিয়জনকে ফুল কিনে দিয়ে এবং মাথায় টায়রা দিয়ে ছবি তুলতে। কিন্তু এবারে নেই বসন্ত ও ভালোবাসা দিবসের মাতামাতি। কারণ এবারে ১৪ ফেব্রুয়ারী শুক্রবার জুম্মাবারের সাথে পড়েছে পবিত্র লাইলাতুল কদর অর্থাৎ শবেবরাত।

মুসলমানদের কাছে হিজরি শা'বান মাসের ১৪ তারিখ রাত্রিকে পূণ্যময় রাত্রি হিসাবে বিবেচনা করা হয়। অধিকাংশ মনে করেন, এই রাত্রে প্রার্থনা করলে, আল্লাহ বিশেষভাবে তা গ্রহণ করেন। বিশেষ করে কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করলে আল্লাহপাক তা ক্ষমা করেন। এই দিনে অনেকেই রোজা রাখেন। তাই বসন্ত ও ভালোবাসা দিবসের চেয়ে পবিত্র শবেবরাতের গুরুত্ব অনেক বেশী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের শহরের প্রাণকেন্দ্র্র বাজারের এক নম্বর গেটের সামনে ফুলের দোকানগুলোতে গিয়ে দেখা যায় এমন চিত্র। দোকানে শোভা পাচ্ছে বিভিন্ন রকমের ফুল। কোনো ক্রেতা নেই। বিক্রির অপক্ষায় প্রহর গুনছেন দোকানিরা।

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবে প্রতিবছর প্রচুর ফুল বিক্রি হয়। আগের রাত থেকেই সাজানো গোছানো হয় দোকান। কিন্তু এবছর ফুল বিক্রি নেই বললেই চলে। শুধু যৎসামান্য গোলাপ ফুল বিক্রি হলেও অন্যান্য ফুল বিক্রি না হওয়ায় দোকানেই শোভা পেতে দেখা যায়। গোলাপের পাশাপাশি গাঁধা, জবা, নাইনটাস, ইন্টার হেনা, গেজনিয়া ও ক্যালেন্ডুলা ফুল রয়েছে দোকানগুলোতে।

ফুল ব্যবসায়ী মাহমুদুল হাসান জুয়েল বলেন, প্রতি বছর এ সময়ে প্রচুর ফুল বিক্রি করি। এবারে তেমন ফুল বিক্রি হচ্ছে না। কারণ একই দিনে পবিত্র লাইলাতুল কদর পড়ায় ফুল বিক্রি নাই। পবিত্র লাইলাতুল কদরের কাছে বিশ্ব ভালোবাসা দিবস ম্লান হয়েছে জানিয়ে তিনি বলেন, দোকানে প্রায় লক্ষাধিক টাকার ফুল নিয়ে চরম বিপাকে আছি। এসব ফুল এক সপ্তাহের মধ্যে বিক্রি করতে না পাড়লে ঝড়ে পড়ে যাবে।

ফুল ব্যবসায়ী বুলবুল বলেন, স্কুল-কলেজ খোলা থাকলে প্রচুর ফুল বিক্রি হয়। এবারে শুক্রবারের সাথে পবিত্র শবেবরাত পড়ায় ছাত্র-ছাত্রীর উপস্থিতি নাই। দুই একজন পথচারি এসে শুধু ছবি তুলে চলে যাচ্ছে। এবারে চরম ক্ষতির মুখে পড়তে হবে।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test