E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি আলোচনা সভা

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৮:২১:৫৪
সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি আলোচনা সভা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : “বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ” শ্লোগানে সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ম্যানগ্রোভ সভাঘরে সুন্দরবন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সুন্দরবন দিবস উদযাপন কমিটির আহবায়ক কল্যাণ ব্যাণার্জী। 

সদস্য সচিব মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, অধ্যাপক ইদ্রিস আলী, জেলা বাসদের সংগঠক নিত্যানন্দ সরকার, জেলা গণ ফোরামের সভাপতি আলীনুর খান বাবুল, সাংবাদিক রঘুনাথ খাঁ, অ্যাড মনিরউদ্দিন, মোঃ মনিরুজ্জামান, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উন্নয়ন কর্মী লুইন রানা গাইন, উদিচির সাধারণ সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান,ডিবিসির সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইন সহ অন্যরা।

বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য মায়ের ভূমিকা পালন করে। যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগে মায়ের মত বুক পেতে দিয়ে উপকূলকে রক্ষা করে। এছাড়া উপকুলীয় মানুষের জীবিকার একমাত্র কেন্দ্র সুন্দরবন। অথচ মানুষের অত্যাচারে সুন্দরবনের জীববৈচিত্র ধবংসের দ্বারপ্রান্তে। সুন্দরবন নির্ভর মানুষের পাশাপাশি ভ্রমনের নামে মানুষ প্লাস্টিকসহ নানা বর্জ্য সুন্দরবন এবং সুন্দরবন সংলগ্ন নদীতে ফেলে মারাত্মক ক্ষতি করছে। সুন্দরবনে বাড়ছে বনদস্যুদের উৎপাত। জেলেদের জিম্মি করে আদায় করা হচ্ছে মুক্তিপণ। এখনই সুন্দরবনকে রক্ষা করা না গেলে উপকূল থাকবে না। উপকূল না থাকলে আমরাও থাকবো না। অবিলম্বে সুন্দরবন রক্ষায় সচেতনতাবৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনাসহ কার্যকরি উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test