E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ময়মনসিংহ ভূমি অধিগ্রহণ শাখায় কাজের গতি ফিরিয়ে এনেছেন সুমা খাতুন

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৮:০৯:৫৯
ময়মনসিংহ ভূমি অধিগ্রহণ শাখায় কাজের গতি ফিরিয়ে এনেছেন সুমা খাতুন

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ ভূমি অধিগ্রহণ (এল.এ) শাখায় পূর্বের ন্যায় আর গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারী দিয়ে কাজে মনোযোগ দেওয়ার জন্য কানুনগো/সার্ভেয়ারদের নির্দেশ প্রদান করেন নব যোগদানকৃত অধিগ্রহণ কর্মকর্তা সুমা খাতুন।

গত বছরের ২৩ সেপ্টেম্বর তিনি যোগদান করেই প্রত্যাহ সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় ও কাজে কারো কোনো গাফিলতি আছে কিনা তা জিজ্ঞাসাবাদ করেন।

তিনি বলেন, এই অফিসের কারো কোনো গাফিলতির সন্ধ্যান পাওয়া যায়, তার বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যাবস্থা নেওয়া হবে। তিনি কানুন গো সহ সকল সার্ভেয়ার এবং অফিস সহকারীদের ডেকে নিয়ে এ ব্যাপারে সর্তক দৃষ্টি রাখার জন্য নির্দেশ প্রদান করেন। ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলমের সঠিক নির্দেশনায় এলও অফিসার সুমা খাতুনের নেতৃত্বে সাফল্য জনকভাবে সেবা পাচ্ছেন ময়মনসিংহের জনগণ।

তিনি বলেন, পূর্বে কে কি করেছেন আমি জানতে চাই না। আমরা জনগণের সেবক তাই সেবার মানষিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে।

উল্লেখ্য, এই ভূমি অফিসের সার্ভেয়ার যে এক/ দুইজন ভালো কাজে জানে বা জনসেবায় আত্বনিযোগ করেন, কিছু কিছু সুবিধাভোগীর সাংবাদিক/পত্রিকায় তাদের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থের জন্য অযাচিত লেখালেখি করেই তাদের মন মানষিকতা নষ্ট করে। এই অফিস থেকে বিদায় করে দেন। কর্তৃপক্ষ এই সময় একটা দ্বিধাবিভক্তির মধ্যে পড়ে যান। বাধ্য হয়ে অন্যত্র বদলীর আদেশ দিয়ে থাকেন। ভালো ও সৎ সার্ভেয়ার এখানে টিকে থাকতে পারছে না? এরকম একজন সার্ভেয়ার আজহারুল, তিনি খুবই পারদর্শী ছিলেন। তাকে গত কিছুদিন পূর্বে অন্যত্র বদলী করা হয়।

এ ব্যাপারে এল ও সুমা খাতুন জানান, জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনায় এডিসি রেভিনিউ স্যারের তত্বাবধানে বর্তমান এল ও অফিস দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। শুধু ভূমি সেবা প্রত্যাসীদের সেবা দেওয়ার জন্য।

সার্ভেয়ার মামুন হোসেন, সার্ভেয়ার শহীদুল ইসলাম, সার্ভেয়ার মতিউর রহমান, সার্ভেয়ার আকাইদ ইসলাম, সহকারী ফারুক আহম্মেদ, সহকারী ওবায়দুল, সহকারী ফকরুল ও ওমর ফারুক (ফারাবী)
এ সময় উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ ভূমি অধিগ্রহণ শাখায় নিরলস ভাবে সেবা দিয়ে যাওয়া কয়েকজন কর্মকর্তা বলেন, এলও স্যারের নেতৃত্বে আমরা সবাই ন্যায় ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছি, সরকারী সময় ছাড়াও অতিরিক্ত সময় শুধু ভুক্তভোগীদের সেবায় আমরা সময় দিয়ে যাচ্ছি। এ সময় দেখা যায়, সন্ধ্যার পরেও ভুমি অধিগ্রহণ কর্মকর্তা ছাড়াও সার্ভেয়ার মামুন হোসেন, সার্ভেযার মোঃ শহিদুল ইসলাম, সার্ভেযার মতিউর রহমান, সার্ভেয়ার আকাইদ ইসলাম ও অফিস সহকারী ফারুক আহমেদ ও ওবায়দুল হিক, সহকারী ফকরুল নিজ নিজ টেবিল কর্মব্যাস্ত।

উল্লেখ্য, ভূমি জটিলতা সাড়া দেশের একটি ভয়াবহ সমস্যা, এই দিক দিয়ে ময়মনসিংহ ভূমি অধিগ্রহণ শাখায় অনেকটা সফলতার
হাতেগোনা মাত্র কয়েকজন জনবল নিয়ে নিরলস সেবায় নিয়োজিত।

সার্ভেয়ার মামুন হোসেন জানান, আমাদের অফিসে অধিগ্রহণ কর্মকর্তা সুমা খাতুন স্যার যোগদানের পর কাজের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে, অনেক সময় আমরা অফিস সময়ের পরেও সেবা প্রত্যাসীদের জন্য কাজ করি, স্যারের আদেশ কেউ কাজ ফেলে যাবেন না, তাই অফিসের কোন কাজ পেন্ডিং থাকলে জবাবদীহিতা করতে হবে।

ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুমা খাতুন বলেন, যে আমার অফিস এখন দালাল মুক্ত, যে কোনো ভূমি সমস্যা নিয়ে ভুক্তভোগী আমার কাছে আসতে পারবে, কোনো দালালের প্রয়োজন হবে না। এবং তিনি দৃঢ় কন্ঠে বলেন, আমি দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নিচ্ছি। তবে অনেক ভুক্তভোগী বলেন, সার্ভেয়ার আজহারুল থাকতে আরও গতিশীল ছিল এই ভূমি অফিস।

উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে আজহারুলকে অন্যত্র বদলী দেওয়া হয়।

(এনআরকে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test