E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মৃত্যুদণ্ড থেকে তিন ভাই খালাস পাওয়ায় পরিবারে খুশির বন্যা

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৮:৩১:৫৫
মৃত্যুদণ্ড থেকে তিন ভাই খালাস পাওয়ায় পরিবারে খুশির বন্যা

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ মামলার রায়ে তিন সহোদর ভাইয়ের মৃত্যুদন্ড দেওয়া হয়। সাড়ে ৫ বছর জেলে থাকার পর তিন ভাই মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। এতে পরিবারে বয়ে যাচ্ছে আনন্দের বণ্যা। বুধবার (১২ ফেব্রুয়ারি) এবং আগেরদিন মঙ্গলবার আপন তিন ভাইসহ মুক্ত সকল নেতাকে দেওয়া হয় গণসংবর্ধনা।

কারামুক্ত তিন ভাই হলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু, রাবি’র সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান পলাশ ও ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন। এই মামলায় আপন তিন ভাইসহ মোট ৯ জনের ফাঁসির রায় হয়েছিল। এছাড়াও ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৯ সালের ৩ জুলাই পাবনার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. রুস্তম আলী এই রায় ঘোষণা করেন।

পরে মামলার ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত ৯ বিএনপি নেতাসহ সকলের খালাসের জন্য হাইকোর্টে বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানির পর গত ৫ ফেব্রুয়ারি মৃত্যুদন্ডপ্রাপ্ত ৯ জনসহ ৪৭ জনের খালাসের রায় ঘোষণা করেন আদালত। রায়ে খালাস পান আপন তিন ভাইসহ এ মামলার সকল নেতা-কর্মী।

রায় ঘোষণার ৬ দিন পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আপন তিন ভাইয়ের মধ্যে মকলেছুর রহমান বাবলু রাজশাহী কারাগার ও রেজাউল করিম শাহীন পাবনা কারাগার থেকে মুক্ত হন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্ত হন মাহাবুবুর রহমান পলাশ।

কারামুক্ত মাহাবুবুর রহমান পলাশের মেয়ে তাসনিম মাহবুব প্রাপ্তি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘বাংলাদেশের ইতিহাসে নয়, মনে হয় পৃথিবীর ইতিহাসেই বিরল মিথ্যা মামলায় একই পরিবারের একইসঙ্গে আপন তিন ভাইয়ের ফাঁসির রায়। আল্লাহর রহমতে আমার আব্বু আজ মুক্তি পেয়েছেন। দুই চাচাও গতকাল মুক্তি পেয়েছেন।’

মকলেছুর রহমান বাবলুর ছেলে মেহেদি হাসান শরৎ বাবার সঙ্গে ছবি তুলে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার বাবা সাবেক সফল মেয়র মকলেছুর রহমান বাবলু দীর্ঘ কারাবাসের পর আমাদের মাঝে ফিরে এসেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

জানা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে ট্রেনে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। ট্রেনটি পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার সময় ট্রেনবহরকে ল্য করে হামলার ঘটনা ঘটে। এই মামলায় ২০১৯ সালে নিম্ন আদালতের রায়ে উল্লেখিত তিন ভাইসহ অন্যান্যরা কারা ভোগ করছিলেন।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test