E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাংলাদেশ হোসিয়ারি সমিতির নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ০০:৩৮:৩০
বাংলাদেশ হোসিয়ারি সমিতির নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : বাংলাদেশ হোসিয়ারি সমিতির নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় হোসিয়ারি সমিতির কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি নির্বাচিতদের শপথ গ্রহণ করান।

এ সময়, সভাপতি হিসেবে বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান, সহ-সভাপতি (অ্যাসোসিয়েট) সাঈদ আহমেদ স্বপন, জেনারেল গ্রুপের পরিচালক পদে মোঃ আব্দুল হাই, মোঃ মিজানুর রহমান, মোঃ পারভেজ মল্লিক, হাজী মোহাম্মদ শাহিন হোসেন, মোঃ আতাউর রহমান, মোঃ মনির হোসেন, মোঃ দুলাল মল্লিক, ফাতেহ মোহাম্মদ রেজা রিপন, মোহাম্মদ মাসুদুর রহমান, বৈদ্যনাথ পোদ্দার, এছাড়া অ্যাসোসিয়েট গ্রুপের পরিচালক হিসেবে সাইফুল ইসলাম হিরু,আলহাজ্ব মোহাম্মদ নাসির শেখ, আব্দুস সোবাহান তালুকদার, নাসিম আহমেদ শপথ গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি সারাদিন উৎসবমুখর পরিবেশে হোসিয়ারি সমিতির মালিকগণ নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন ভবনে ভোটপ্রদান করে থাকেন।

এরই ধারাবাহিকতায়, গত ১১ ফেব্রুয়ারি সমিতির কার্যালয়ে নির্বাচন বোর্ডের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা দেয়া হয়। এরপর একসভায় এক প্রার্থী হিসেবে সভাপতি নির্বাচিত হয়েছেন বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু এবং সহ-সভাপতি (অ্যাসোসিয়েট) সাঈদ আহমেদ স্বপনকে ঘোষণা করেন। এই দুইজন সহ-সভাপতি আগামী এক বছরের জন্য নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী এক বছর সহ-সভাপতি হিসেবে দুলাল মল্লিক ও নাসির শেখ দায়িত্ব পালন করবেন বলে জানান পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ এবং কৃষ্ণ কুমার সাহা, আপিল বোর্ডের চেয়ারম্যান জি এম হায়দার আলী, সদস্য দেলোয়ার হোসেন ও শওকত আলী।

(এমএস/এএস/১৩ ফেব্রুয়ারি, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test