E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভোটের মাধ্যমে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের নেতা নির্বাচিত

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ০০:৩৩:২৩
ভোটের মাধ্যমে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের নেতা নির্বাচিত

কুষ্টিয়া প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল-২০২৫। কাউন্সিলে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর আড়াইটা পর্যন্ত।এ নির্বাচনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন অংশগ্রহণ করেন।

সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মোট ৪৬২ জন নেতাকর্মীরা ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোটের ফলাফলে ২২৯ভোট পেয়ে জাসির আহমেদ মসনদ কলেজ ছাত্রদলের সভাপতি ও শিমুল হোসেন ১৫৫ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কাউন্সিল চলাকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি ও সদস্য সচিব খন্দকার তসলিম নিশাত সহ কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ প্রক্রিয়ায় নেতা নির্বাচন করায় খুশি তারা।

এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, দলে আগেও ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়েছে। তবে বিগত স্বৈরশাসকের আমলে ভোট প্রক্রিয়ায় নেতা নির্বাচন বাধাগ্রস্ত হয়। এবার কুষ্টিয়া সরকারি কলেজে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন প্রক্রিয়া শুরু হল। পর্যায়ক্রমে সারাদেশে ভোটের মাধ্যমে ছাত্রদল নেতা নির্বাচন করা হবে বলেও জানান তিনি।

(এমএজে/এএস/১৩ ফেব্রুয়ারি, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test