E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে মোটরসাইকেল-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৯:৩৭:৪৬
রাজবাড়ীতে মোটরসাইকেল-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। আজ বুধবার উপজেলার লাঙ্গলবাধ সড়কের মৌরাট ইউনিয়নের রুপিয়াট মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সরিষা ইউনিয়নের মো. শরিফুল ইসলামের ছেলে সুভ (১৮) ও মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া খান্দুয়া গ্রামের মিলনের ছেলে নিলয়(২৪)। এ ঘটনায় রিফাত (১৭) নামের এক তরুণ আহত হয়েছে। আহত রিফাত উপজেলার সরিষ ইউনিয়নের জাগির বাগলী গ্রামের মো. মনজুর ছেলে।

প্রত্যক্ষদষী মো. বিল্পব হোসেন বলেন, আমি রুপিয়াট মোড়ে বসেছিলাম এসময় শুভ ও তার বন্ধু সহ তিন জন একটি মোটরসাইকেলে বৃত্তিডাঙ্গার দিকে যাচ্ছি। রুপিয়াট মাদ্রাসার সামনে একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এ সময় শুভ ও তার বন্ধু সহ মোটরসাইকেল থাকা তিনজনই গুরুতর আহত হয়। উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে শুভ ও তার বন্ধু নিলয় মারা যায়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃ আনোয়ারুল ইসলাম খান বলেন, দুইজানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত রিফাতের চিকিৎসা চলছে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test