E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় মদন হাজীর স্মরণে ৪ দিনব্যাপী ওরশ 

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৯:২৫:৩৮
সালথায় মদন হাজীর স্মরণে ৪ দিনব্যাপী ওরশ 

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে উনবিংশ শতাব্দীর মহাসাধক হযরত শাহ সুফি মওলানা খাজা মদন হাজী আল কাদরি আল চিশতি (র:) এর ১৩৮তম ওরশ শরীফ। চারদিন ব্যাপী চলবে এই উরস শরীফ। 

ওরশ শরীফকে কেন্দ্র করে প্রতি বছর হাজী বাড়ির আঙ্গিনায় তিন দিনব্যাপী বসে জমজমাট মেলা। আজ বুধবার ওরশ ও মেলার দ্বিতীয় দিন।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, হযরত শাহ সুফি মওলানা খাজা মদন হাজী আল কাদরি আল চিশতি (র:) একজন কামিল ও আল্লাহ ওয়ালা লোক ছিলেন। তাঁর স্বরণে প্রতি বছরের মাঘী পূর্নিমাতে একটানা চারদিন চলে উরস। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ আসতে থাকে। জিকির-আজকার, মিলাদ-মাহফিল সহ বিভিন্ন ধর্মীয় হুকুম আহকাম পালন করে ভক্তরা। হাজারো ভক্তদের আগমনে জমে ওঠেছে হাজী বাড়ির ওরশ ও মেলা।

শুক্রবার আখেরী মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হবে মদন হাজীর ওরশ শরীফ।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test