E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে রাজেন্দ্র কলেজে এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক প্রদান  

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৮:৫৯:৪৭
ফরিদপুরে রাজেন্দ্র কলেজে এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক প্রদান  

শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর : ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজের শতাব্দী ভবনে এক বর্নাঢ্য অনুষ্ঠানে সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগ থেকে এমএসসি ও বিএসসি (অনার্স) দুই শিক্ষার্থীকে এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

আজ বুধবার সকালে দ্বাদশ বারের মত বিতরণকৃত এ পুরস্কার জয় করেন মনিরা আক্তার (বিএসসি অনার্স-২০২২) এবং খন্দকার ফকরুল আলম (এমএসসি-২০২১)। উভয়ে এক ভরি ওজনের স্বর্ণ পদক এবং যথাক্রমে ১০ হাজার এবং ১৫ হাজার নগদ টাকা পুরস্কার লাভ করেন।

গণিত বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মাদ ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম. হালিম। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এফ.মুজিবুর ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নূরুল আলম, ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা থর্সডাল রহমান, উপাধাক্ষ্য প্রফেসর মো: ওবায়দুর রহমান ও শিক্ষক কাউন্সিলের সম্পাদক মোহাম্মাদ ফজলুল করিম।

পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা অনুভুতি প্রকাশ করে জানান, এই পুরস্কার তাদের এবং তাদের উত্তরসুরী শিক্ষার্থীদের বিশেষ ভাবে অনুপ্রাণিত করে।

ফাউন্ডেশনের ট্রাস্টি এম.নুরুল আলম তাঁর বক্তৃতায় পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের বাইরে একমাত্র রাজেন্দ্র কলেজেই এই পদক দেয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত।

(এসএফ/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test