E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় সদ্য খালাস পাওয়া ঈশ্বরদীতে বিএনপি নেতার মৃত্যু

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৬:৪৫:৩২
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় সদ্য খালাস পাওয়া ঈশ্বরদীতে বিএনপি নেতার মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাঁচ বছর কারাভোগের পর ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হত্যাচেষ্টা মামলায় সদ্য খালাসপ্রাপ্ত বিএনপি নেতা আজাদ হোসেন খোকন (৫২) মারা গেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের কাচারীপাড়ায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

খোকন কাচারীপাড়ার পিয়ার আলী মন্ডলের ছেলে। তিনি শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলার যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হয়েছিলেন।

গত ৫ ফেব্রুয়ারি এ মামলার ৪৭ নেতাকর্মীর সঙ্গে তিনিও খালাস পান। এরআগে গত বছরের ১২ সেপ্টেম্বর ৫ বছর কারাভোগের পর হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

খোকনের মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র মোখলেছুর রহমান বাবলু, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এক শোক বার্তায় হাবিবুর রহমান হাবিব জানান, আজাদ হোসেন খোকন বিএনপির নিবেদিত প্রাণ ছিলেন। বিনা অপরাধে তিনি শেখ হাসিনা হত্যাচেষ্টার মিথ্যা মামলায় ৫ বছর কারাভোগ করেন। এ মামলা থেকে গত ৫ ফেব্রুয়ারি তিনিসহ ৪৭ নেতাকর্মী খালাস পেয়েছেন।

(এসকেকে/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test