E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নগরকান্দায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৫:৩৮:২৯
নগরকান্দায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণ ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান- ২০২৫ সম্পন্ন হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত প্রায় একশত চল্লিশ জন ছাত্রীর উপস্থিতিতে বিদ্যালয়ের হলরুমে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা সহযোগিতা আর বন্ধনের মধ্যে দিয়ে,নবীনদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয় কতৃপক্ষ।নগরকান্দা উপজেলার ব্রাহ্মনডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান মিলু’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুর রহমান’র উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুরাপাড়া ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান।

যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মোঃ শাহাদাৎ হোসেন, সহ সভাপতি মোঃ টুকু মাতুব্বর,যুবদলের নেতা মোঃ জালাল সরদার, ইউপি বিএনপি'র সদস্য মোঃ মিরাজ মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ উজায়ের মাতুব্বর, জিয়া পরিষদের সদস্য মোঃ জিয়াউর রহমান,

সহকারী শিক্ষক দীপক কুমার সরকার ,অতুল চন্দ্র বিশ্বাস,নাছিমা জাহান,অমল মজুমদার বিকম,রোকেয়া খানম,মোঃ হাসমত আলী মিয়া,মারুফা ফেরদৌস,জান্নাতুল ফেরদৌস,প্রদীপ বাড়ৈই,মোঃ কামাল হোসাইন,মৌতুসী সেন গুপ্তা,তুষার মোল্যা টুটুল সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।

(পিবি/এএস/ফেব্রুয়ারি ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test