E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনারোধে করণীয়' শীর্ষক  সুধী সমাবেশ

২০২৫ ফেব্রুয়ারি ১১ ২০:৩৭:৩২
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনারোধে করণীয়' শীর্ষক  সুধী সমাবেশ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : 'ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার' স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনারোধে করণীয় শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪ টায় সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক ডা: মোঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নায়ক ইলিয়াস কাঞ্চন।

নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার সহ-সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড় ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান লিটুর সঞ্চালনায় সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এম আজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা সাতক্ষীরার বাইপাস সহ দ্রুতগতির সড়ক গুলোতে স্পিড ব্রেকার স্থাপনের উপর জোর তাগিদ দেন।

নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা যখন সড়েকে উঠবো তখন আমাদের লাইসেন্স সহ গাড়ি ঠিক আছে কিনা তা চেক করে উঠবো। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে লিফলেট বিতরণ করছে, লিফলেটে যে নিয়ম-কানুনের কথা বলা হয়েছে তা মেনে চলার চেষ্টা করব, তাহলেই সড়ক দুর্ঘটনা কমে আসবে। আমরা নিরাপদে বাড়িতে ফিরতে পারব।

(আরকে/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১২ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test